Mumbai: চারতলা বাড়ি যেন তাসের ঘর, চোখের সামনে ভেঙে পড়ল হুড়মুড়িয়ে, দেখুন ভিডিয়ো
Mumbai: শুক্রবার (১৯ অগস্ট) মুম্বইয়ে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বোরিভালি পশ্চিমে সাইবাবা নগর এলাকায়।
মুম্বই: শুক্রবার (১৯ অগস্ট) মুম্বইয়ে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বোরিভালি পশ্চিমে সাইবাবা নগর এলাকায়। দনকলের পক্ষ থেকে জানানো হয়েছে, চারতলা ভবনটির নাম গীতাঞ্জলি ভবন। এখনও পর্যন্ত এই ঘটনায় কারোর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
*#MUMBAI:*
A G+4 storied dilapidated, vacant building crashed in Saibaba Nagar, Borivali West.@mybmc @OfficeofUT pic.twitter.com/hmPTWSfiiJ
— Ashok Pandey (@ashokspandey) August 19, 2022
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতে, বহুতলটিতে কোনও বাসিন্দা ছিলেন না। তারা জানিয়েছে, ভবনটি আগে থেকেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং সেটি খালি করে দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল। সেই মতো বাড়িটি খালি করেও দেওয়া হয়েছিল। তারপরও দমকেলর পক্ষ থেকে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে পড়েছেন কি না, তা পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ফায়ার ইঞ্জিন, দুটি রেসকিউ ভ্যান এবং তিনটি অ্যাম্বুল্যান্স।