Arvind Kejriwal On CBI Raid :’উপর মহল থেকে নির্দেশ এসেছে…’, সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযান নিয়ে তোপ কেজরীবালের

Arvind Kejriwal Launches Missed Call Mission : দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে শুক্রবার সিবিআই হানা দিয়েছে। এদিনই ভিডিয়ো বার্তায় মিসড কল অভিযান চালু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Arvind Kejriwal On CBI Raid :'উপর মহল থেকে নির্দেশ এসেছে...', সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযান নিয়ে তোপ কেজরীবালের
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2022 | 2:12 PM

নয়া দিল্লি : দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে শুক্রবার সকালেই হানা দেয় সিবিআই আধিকারিকরা। দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলার তদন্তেই সিবিআই-র তরফে এই অভিযান চালানো হয়েছে। মণীশ সিসোদিয়ার বাড়ি ছাড়াও দিল্লির নয়া আবগারি নীতি সংক্রান্ত মামলায় দেশের আরও ছয়টি রাজ্য়র মোট ২১ টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে সিবিআই-র তরফে। একদিকে ডেপুটির বাড়িতে সিবিআই হানা। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ‘মিসড কল’ প্রচার অভিযানের সূচনা করলেন। তিনি এদিন তাঁর ‘ন্য়াশনাল মিশন’ এ জনগণকে যোগ দেওয়ার ডাক দেন। তার জন্য সূচনা করেন ‘মিসড কল’ অভিযানেরও। এর পাশাপাশি মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন কেজরীবাল।

একটি ভিডিয়ো বার্তায় কেজরীবাল বলেন, ‘ভারতকে ১ নম্বর করতে আমাদের ন্যাশনাল মিশনে যোগ দেওয়ার জন্য অনুগ্রহ করে 9510001000 নম্বরে মিসড কল দিন। আসুন ভারতকে শীর্ষে নিয়ে যাওয়া যাক।’ প্রসঙ্গত, মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই-র অভিযানের পরেই এই ঘোষণা করেন এবং সকল নাগরিককে তাঁর এই অভিযানে অংশ নেওয়ার জন্য আহ্বানও জানান। তিনি তাঁর বার্তায় কেন্দ্রকেও তোপ দাগেন। তিনি বলেন, ‘সিবিআই অভিযানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের কাজ করতে দিন। উপর মহল থেকে তাঁদের উপর নির্দেশ রয়েছে আমাদের হেনস্থা করার জন্য।’ তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন, দিল্লি ভাল কাজ করছে এবং বিশ্বে তার জন্য প্রশংসিতও হয়েছে। সেই কারণে তাঁর দলের নেতাদের লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ কেজরীবালের। উল্লেখ্য, নিউইয়র্ক টাইমসের প্রথম পাতায় সিসোদিয়ার শিক্ষানীতি নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল। সেই নিবন্ধটি দেখিয়ে কেজরীবাল বলেন, ‘অনেক বাধা আসবে। কিন্তু আমাদের কাজ বন্ধ হবে না।’

এদিন কেজরীবাল মণীশ সিসোদিয়ার সমর্থনে কেন্দ্রের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন। তিনি এক কথায় বলতে চেয়েছেন,সিসোদিয়াকে বিশ্বের সর্বোত্তম শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি বলেছেন, ‘এত বড় সংবাদপত্র দিল্লির শিক্ষায় বিপ্লব নিয়ে লিখেছে এবং সিসোদিয়ার ছবিও প্রকাশিত হয়েছে সেখানে।’ এই প্রসঙ্গে তিনি কেন্দ্রকে খোঁচা দিয়ে বলেছেন, শেষবার এই সংবাদপত্রে ভারতের নাম প্রকাশ হয়েছিল ঠিকই তবে তা কোভিডে গণ মৃত্য়ুর কারণে।