Twitter Blue Tick: অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রাহুল গান্ধী থেকে বিরাট কোহলি, রাতারাতি সবার টুইটার থেকে উধাও ‘ব্লু টিক’! হলটা কী?

Twitter Account Verification: টুইটার সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য টুইটার ব্লু-র সাবস্ক্রিপশন নিতে হবে। মোবাইল ও ওয়েবের মাধ্যমে মাইক্রো ব্লগিং সাইট ব্য়বহারের জন্য় আলাদা আলাদা চার্জ দিতে হবে।

Twitter Blue Tick: অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রাহুল গান্ধী থেকে বিরাট কোহলি, রাতারাতি সবার টুইটার থেকে উধাও 'ব্লু টিক'! হলটা কী?
টুইটারে ব্লু টিক খোয়ালেন যারা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 8:25 AM

নয়া দিল্লি: টাকা না দিলে ভেরিফায়েড হবে না অ্যাকাউন্ট (Verified Account)। টুইটারে অ্যাকাউন্টের পাশে নীল টিক (Blue Tick) দেখা যাবে না আর। গত বছর টুইটারের মালিকানা গ্রহণের পরই ইলন মাস্ক (Elon Musk) জানিয়েছিলেন, এবার থেকে টুইটারে আক্যাউন্ট ভেরিফিকেশনের জন্য় মাসিক একটি ফি বা চার্জ দিতে হবে। যদি কোনও টুইটার ব্যবহারকারী সেই সাবস্ক্রিপশন ফি (Subscription Fee) না দেন, তবে তার অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন ব্লু টিক তুলে নেওয়া হবে। বৃহস্পতিবার থেকে সেই প্রক্রিয়াই শুরু করল টুইটার। মাইক্রো ব্লগিং সংস্থার তরফে ভেরিফায়েড সমস্ত অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হল ব্লু টিক। বলিউডের সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), সকলের টুইটার প্রোফাইলেই আর ব্লু টিক দেখা যাচ্ছে না।

টুইটার সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য টুইটার ব্লু-র সাবস্ক্রিপশন নিতে হবে। মোবাইল ও ওয়েবের মাধ্যমে মাইক্রো ব্লগিং সাইট ব্য়বহারের জন্য় আলাদা আলাদা চার্জ দিতে হবে। ওয়েবের মাধ্যমে যারা টুইটার ব্যবহার করেন, তাদের টুইটার ব্লু-র সাবস্ক্রিপশনের জন্য মাসিক ৮ ডলার দিতে হবে। যারা মোবাইলে টুইটার ব্যবহার করবেন, তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য মাসিক ১১ ডলার ফি দিতে হবে। আইওএস ও অ্যান্ড্রয়েড- দুই ভার্সনেই টুইটার ব্লু-র পরিষেবা পাওয়া যাবে। ভারতীয় মুদ্রায় এর খরচ পড়বে মাসিক প্রায় সাড়ে ৯০০ টাকা।

টুইটারের এই নতুন নিয়ম চালু হতেই তাবড় তাবড় ব্য়ক্তিত্বরা নিজেদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক খুইয়েছেন। এই তালিকায় যেমন রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাটের মতো বি-টাউন সুপারস্টাররা, তেমনই রাজনৈতিক নেতা যেমন উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীও টুইটারের অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন টিক খুইয়েছেন। ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মারও টুইটার অ্যাকাউন্টের পাশে আর ব্লু টিক নেই।

২০০৯ সালে টুইটারের তরফে ব্লু টিক পরিষেবা আনা হয়েছিল বিখ্যাত ব্যক্তিত্বদের পরিচয় যাতে চুরি না হয় এবং তাদের ঘিরে ভুয়ো তথ্য না ছড়ায়, তার জন্য। তবে গত বছর টেসলা কর্তা ইলন মাস্ক টুইটার সংস্থাকে কিনে নেওয়ার পরই সংস্থার পরিষেবা থেকে শুরু করে কাজ, একাধিক ক্ষেত্রে ব্য়াপক পরিবর্তন আসে। মালিকানা বদলের  পরই টুইটারের তরফে জানানো হয়, এবার থেকে টুইটার ব্লু-র সাবস্ক্রিপশন নিতে হবে অ্যাকাউন্ট ভেরিফায়েড করার জন্য। চলতি বছরের ১ এপ্রিল থেকেই সাবস্ক্রিপশন ছাড়া অ্যাকাউন্টগুলি থেকে ব্লু টিক তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছিল।