G-20 Summit: চলতি মাসের জি-২০ বৈঠকের ক্যালেন্ডার প্রকাশ করল কেন্দ্র
জি-২০ সামিট, ২০২৩ অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর। এই সামিটের শিরোনাম দেওয়া হয়েছে, 'এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ'।
নয়া দিল্লি: চলতি বছর জি-২০ সামিটে সভাপতিত্ব করছে ভারত। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে জি-২০ সামিটের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শুরু হয়েছে। মার্চ মাসজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিষয় নিয়ে জি-২০ বৈঠক রয়েছে। সোমবার, ৬ মার্চ পর্যন্ত ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক বৈঠক রয়েছে। এরপর জি-২০ বৈঠকের বিষয়ে সকলকে অবহিত করতে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র। চলতি মাসে কবে, কোথায়, কী বিষয়ে বৈঠক হবে, সে ব্যাপারে একেবারে একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে।
কেন্দ্রের তরফে প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ৬ মার্চের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশজুড়ে মোট ১৯টি বৈঠক রয়েছে। আর আগামী মাসে অর্থাৎ এপ্রিলে রয়েছে ১৬টি বৈঠক। কবে, কোথায়, কী নিয়ে বৈঠক রয়েছে দেখে নেওয়া যাক একনজরে…
৬ মার্চ থেকে হায়দরাবাদে আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে গ্লোবাল পার্টনারশিপে বৈঠক শুরু হয়েছে। ৭ মার্চ, সোমবারও চলছে এই বৈঠক। আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে গ্লোবাল পার্টনারশিপের এটি দ্বিতীয় বৈঠক। এরপর আগামী ১৩ মার্চ থেকে ১৫ মার্চ গুয়াহাটিতে SAI 20-র সূচনা সভা রয়েছে। আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ অমৃতসরে শিক্ষা ওয়ার্কিং কমিটির দ্বিতীয় পর্যায়ের বৈঠক রয়েছে। এর মধ্যেই আগামী ১৬ মার্চ গ্যাংটকে এবং আগামী ১৭ মার্চ সুরাটে B-20 ইভেন্ট রয়েছে। এরপর আগামী ১৮ ও ১৯ মার্চ গ্যাংটকে দু-দিন ব্যাপী স্টার্ট আপ ২০ সাইড মিটিং রয়েছে। আবার আগামী ১৯ ও ২০ মার্চ অমৃতসরে শ্রমিকদের সূচনা সভা (লেবার -২০ সূচনা সভা) রয়েছে। আগামী ২০ মার্চ দ্বিতীয় দফায় যৌথভাবে অর্থ ও স্বাস্থ্য টাস্ক ফোর্সের বৈঠক রয়েছে। এই বৈঠক কোথায় হবে, তা এখনও স্থির হয়নি। পরবর্তীতে স্থান ঘোষণা করা হবে। এরপর আগামী ২১ ও ২২ মার্চ দু-দিন ব্যাপী নাগপুরে সিভিল-২০ সূচনা সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আবার ২১ থেকে ২৩ মার্চ উদয়পুরে দ্বিতীয় দফায় স্থায়ী আর্থিক কমিটির বৈঠক রয়েছে। তারপর আগামী ২৪ ও ২৫ মার্চ চেন্নাইয়ে দ্বিতীয় দফায় ফ্রেমওয়ার্ক ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। একইসঙ্গে এই সময়ে RIIG ইভেন্ট (DBT) রয়েছে। এটা ডিব্রুগড় অথবা ইটানগরে অনুষ্ঠিত হবে।
তারপর আগামী ২৭ থেকে ২৯ মার্চ গান্ধীনগরে পরিবেশ ও আবহাওয়া বিষয়ক কমিটির বৈঠক রয়েছে। এটিও দ্বিতীয় পর্যায়ের বৈঠক হতে চলেছে। এরপর আগামী ২৮ থেকে ৩০ মার্চ ব্যবসা ও বিনিয়োগ ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। এটি প্রথম পর্যায়ের বৈঠক এবং অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। এর মধ্যে আগামী ২৮ ও ২৯ মার্চ বিশাখাপত্তনমে পরিকাঠামো ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। এটি দ্বিতীয় পর্যায়ের বৈঠক। তারপর আগামী ২৯ মার্চ থেকে ৩১ মার্চ চণ্ডীগড়ে কৃষি বিষয়ক বৈঠক রয়েছে। তারপর ৩০ মার্চ থেকে কুমরাকোমে শুরু হবে শেরপা বৈঠক এবং চলবে ২ এপ্রিল পর্যন্ত। এটিও দ্বিতীয় পর্যায়ের বৈঠক। এর মধ্যে আন্তর্জাতিক আর্থিক আর্কিটেকচার কমিটির বৈঠক বসবে ৩০ ও ৩১ মার্চ। আবার আগামী ৩০ মার্চ গান্ধীনগরে বসবে বিপর্যয় মোকাবিলা কমিটির বৈঠক। এটি প্রথম পর্যায়ের বৈঠক এবং চলবে ১ এপ্রিল পর্যন্ত।
প্রসঙ্গত, জি-২০ সামিট, ২০২৩ অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর। এই সামিটের শিরোনাম দেওয়া হয়েছে, ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’। সেপ্টেম্বরে রাজধানীতে চূড়ান্ত পর্যায়ের সামিট ঠিকমতো সম্পন্ন করার লক্ষ্যে চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা সভা শুরু হয়ে গিয়েছে।