G20 Sapling Plantation: আরবের খেঁজুর থেকে ইটালির জলপাই, দিল্লির মাটিতে বসল ১৭টি দেশের চারা
G20 Summit: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী প্রমুখ। তাঁরা সবাই মিলে জাতীয় গাছ বটগাছের চারা রোপণ করেন দিল্লির নেহরু পার্কে।
নয়া দিল্লি: বিশ্বের ১৭টি দেশের বিভিন্ন রকমের গাছের চারা রোপণ করা হল ভারতের মাটিতে। চলতি বছরে জি ২০ সম্মেলনের সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছিল ভারত। গত সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হয়ে গিয়েছে সেই জি ২০ শীর্ষ সম্মেলন। ভারতের সেই প্রাপ্তি স্মরণীয় করে রাখার জন্যই দিল্লির নেহরু পার্কে বসানো হল বিভিন্ন দেশের গাছের চারা। সোমবার সেই বৃক্ষরোপণ উপলক্ষে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকা, ব্রিটেন, মিশর, নাইজেরিয়া, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা। তাঁরা প্রত্যেকে একটি করে চারা গাছ রোপণ করেছেন। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী প্রমুখ। তাঁরা সবাই মিলে জাতীয় গাছ বটগাছের চারা রোপণ করেন।
এই বৃক্ষরোপণ প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, “আমরা যাঁরা দিল্লিতে থাকি, আমাদের কাছে নেহরু পার্কের বিশেষ তাৎপর্য আছে। আগামিদিনে আমরা যখন সাধারণ মানুষ এখানে প্রাতঃভ্রমণে বা সান্ধ্যভ্রমণে বেরবেন, তখন নিশ্চয় তাঁরা এই গাছগুলি দেখবেন ও ভারতের এই কৃতিত্বের কথা মনে রাখবেন।”
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে সিলভার ট্রি, সৌদি আরব থেকে এসেছে ডেট পাম বা খেঁজুর গাছ, ইটালি থেকে এসেছে অলিভ বা জলপাই-এর গাছের চারা। জার্মানি থেকে উইন্টারলিন্ড, আর্জেন্টিনা থেকে ককসপার কোরাল, চিন ও জাপান থেকে ক্যাম্ফর লরেল, অস্ট্রেলিয়া থেকে গোল্ডেন ওয়াটল ও নর্দার্ন ব্ল্যাক ওয়াটলের চারা এনে রোপণ করা হয়েছে ওই পার্কে।