G-20 Meeting: সোমবার থেকে গোয়ায় জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং কমিটির শেষ বৈঠক
G-20 meeting: পর্যটন ক্ষেত্রের অগ্রগতির মধ্য দিয়ে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, সাংস্কৃতিক হেরিটেজ সংরক্ষণ এবং স্থানীয় এলাকার উন্নয়নের দিকগুলি তুলে ধরা অন্যতম লক্ষ্য বলেও জানান পর্যটন মন্ত্রকের অতিরিক্ত সচিব। যার মধ্যে রয়েছে গোয়ার ক্রুজ ট্যুরিজম।
নয়া দিল্লি: চলতি বছরের জি-২০ সামিটের (G-20 Summit) সভাপতিত্ব করছে ভারত। আগামী সেপ্টেম্বরে নয়া দিল্লিতে সামিট বসলেও বছরের গোড়া থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চলতি বছরের গোড়া থেকেই দেশের বিভিন্ন স্থানে পৃথকভাবে জি-২০ বৈঠক শুরু হয়েছে। আগামিকাল, ১৯ জুন থেকে শুরু হতে চলেছে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক। তার আগে বৈঠকের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পর্যটন মন্ত্রকের অতিরিক্ত সচিব রাকেশ ভার্মা (Rakesh Verma)।
পর্যটন সচিব জানান, আগামিকাল, ১৯ জুন থেকে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হতে চলেছে এবং চলবে আগামী ২২ জুন পর্যন্ত। চারদিন ব্যাপী এই বৈঠক বসতে চলেছে সৈকতনগরী গোয়ায়। এটাই জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের চতুর্থ ও শেষ বৈঠক হবে। এই বৈঠকে জি-২০ অন্তর্ভুক্ত দেশের প্রতিনিধিরা ছাড়াও পর্যটন মন্ত্রকের আধিকারিকেরা ছাড়াও বিভিন্ন রাজ্যের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পর্যটন ক্ষেত্রের উন্নয়ন ঘটানো-ই যে এই বৈঠকের মূল লক্ষ্য, তা স্পষ্ট করে দেন পর্যটন মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী রাকেশ ভার্মা।
জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আগে এদিন পর্যটন মন্ত্রকের আধিকারিকেরা বৈঠকে বসেন। সেই বৈঠক থেকেই পর্যটন মন্ত্রকের সচিব ভি বিদ্যাবাথি ও অতিরিক্ত সচিব রাকেশ ভার্মা জানান, এবারের জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মূলত ৫টি এজেন্ডা নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, ডিজিটালাইজেশন, গ্রিন ট্যুরিজম, দক্ষতা, ট্যুরিজম ক্ষুদ্র ও কুটির শিল্প এবং গন্তব্য ব্যবস্থাপনা। ইকো ট্যুরিজম ও প্লাস্টিক-মুক্ত ট্যুরিজমের উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তাঁরা।
Additional Secretary, Ministry of Tourism, Shri Rakesh Verma at the Press Conference, briefed the media about the details of the different sessions, key deliverables and the primary agendas of the #TWG and Tourism Ministers meetings, starting from tomorrow.#G20India
1/2 pic.twitter.com/aGOYEw90nF
— Ministry of Tourism (@tourismgoi) June 18, 2023
পর্যটন ক্ষেত্রের অগ্রগতির মধ্য দিয়ে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, সাংস্কৃতিক হেরিটেজ সংরক্ষণ এবং স্থানীয় এলাকার উন্নয়নের দিকগুলি তুলে ধরা অন্যতম লক্ষ্য বলেও জানান পর্যটন মন্ত্রকের অতিরিক্ত সচিব। যার মধ্যে রয়েছে গোয়ার ক্রুজ ট্যুরিজম। বিদেশি পর্যটকেরাও এব্যাপারে বিশেষ আগ্রহী হবেন বলে আশাবাদী পর্যটন সচিব। এছাড়া প্রতিটি রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরতে স্থানীয় হস্তশিল্প নিয়ে আর্ট ও ক্র্যাফট বাজার গড়ার উপরেও জোর দেন তিনি। এই প্রতিটি বিষয়ই আগামিকাল থেকে গোয়ায় আয়োজিত জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের চতুর্থ ও শেষ বৈঠকে তুলে ধরা হবে।