Physical Assault: রাস্তা থেকে তুলে যুবতীকে ‘গণধর্ষণ’ দুই ভাইয়ের
শুক্রবার রাতে হনুমান শঙ্কর কলোনি দিয়ে যাচ্ছিলেন তিনি। ওই এলাকাতেই বাড়ি দুই অভিযুক্তের। যুবতীকে একা যেতে দেখে দুই ভাই জোর করে তুলে যুবতীকে নিয়ে যায় নিজেদের বাড়ি। তার পর সারা রাত ধরে গণধর্ষণ করে বলে অভিযোগ।
গ্বালিয়র: ১৯ বছরের এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই যুবক ভাই হন। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে মধ্য প্রদেশের গ্বালিয়রে। জানা গিয়েছে, নির্যাতিতা যুবতী দিল্লিতে পড়াশোনা করেন। ইতমধ্যেই গণধর্ষণের ঘটনা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক। তাঁদের খোঁজ চলছে বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতী দিল্লির একটি কলেজে পড়েন। গ্বালিয়রে তাঁর কাকার বাড়ি। সম্প্রতি কাকার বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি। শুক্রবার রাতে হনুমান শঙ্কর কলোনি দিয়ে যাচ্ছিলেন তিনি। ওই এলাকাতেই বাড়ি দুই অভিযুক্তের। যুবতীকে একা যেতে দেখে দুই ভাই জোর করে তুলে যুবতীকে নিয়ে যায় নিজেদের বাড়ি। তার পর সারা রাত ধরে গণধর্ষণ করে বলে অভিযোগ।
এর পর থানায় অভিযোগহ দায়ের করেন নির্যাতিতা যুবতী। ঘটনা নিয়ে গ্বালিয়রের ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।