AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UP Death: তাপপ্রবাহে হাঁসফাঁস করে নয়, যোগীরাজ্যে ৩ দিনে ৫৪ মৃত্যুর নেপথ্য়ে লুকিয়ে ভয়ঙ্কর কারণ

Death Investigation: গতকালই লখনউ থেকে আসা বিশেষ তদন্তকারী কমিটির তরফে জানানো হয়, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে অতিরিক্ত গরমের জন্য মৃত্যু, এটা কারণ হতে পারে না।

UP Death: তাপপ্রবাহে হাঁসফাঁস করে নয়, যোগীরাজ্যে ৩ দিনে ৫৪ মৃত্যুর নেপথ্য়ে লুকিয়ে ভয়ঙ্কর কারণ
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 6:00 AM
Share

লখনউ: তিনদিনে ৫৪ জনের মৃত্যু (Death)। অসুস্থ কমপক্ষে ৪০০। ভয়ঙ্কর অবস্থা যোগীরাজ্যের বালিয়া (Balia) জেলায়। মাত্র তিন দিনেই এত সংখ্যক মানুষের মৃত্যু ও কয়েকশো মানুষের অসুস্থ হয়ে পড়ার পিছনে চরম তাপপ্রবাহই (Heatwave) দায়ী বলে মনে করা হয়েছিল জেলা প্রশাসনের তরফে। কিন্তু বিশেষ তদন্তকারী দল জেলায় পৌঁছতেই সেই তত্ত্ব উড়িয়ে দেওয়া হল। একসঙ্গে এতজনের মৃত্যুর কারণ অতিরিক্ত তাপমাত্রা নয় মোটেই। বরং এর পিছনে রয়েছে অন্য কারণ।

রবিবারই উত্তর প্রদেশের বালিয়া জেলায় হঠাৎ বহু মানুষের মৃত্যুর খবর মেলে। জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গত ১৫ জুন ২৩ জন রোগীর মৃত্যু হয়েছিল। পরেরদিন, ১৬ জুন মৃত্যু হয় ২০ জনের। গত ১৭ জুনও ১১ জনের মৃত্যু হয়। পরপর তিনদিনে এত সংখ্যক রোগীর মৃত্যু নিয়েই উদ্বেগের সৃষ্টি হয়। সরকারি চিকিৎসকেরা জানান, বিগত এত সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহ ও অতিরিক্ত তাপমাত্রার কারণে মৃত্যু হতে পারে।

তবে গতকালই লখনউ থেকে আসা বিশেষ তদন্তকারী কমিটির তরফে জানানো হয়, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে অতিরিক্ত গরমের জন্য মৃত্যু, এটা কারণ হতে পারে না। তদন্তকারী কমিটির সদস্য তথা প্রবীণ সরকারি চিকিৎসক একে সিং বলেন, “প্রাথমিকভাবে তাপপ্রবাহের কারণে এত সংখ্য়ক মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে না। কারণ পাশের জেলাগুলিতেও তাপপ্রবাহ বইছে, সেখানে তো হঠাৎ করে মৃত্যুহার বেড়ে যায়নি। যাদের মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশেরই প্রাথমিক উপসর্গ ছিল বুকে ব্যাথা। তাপপ্রবাহে কেউ অসুস্থ হয়ে পড়লে এমন উপসর্গ দেখা যায় না।”

তদন্তকারী কমিটির সন্দেহ, জলে সংক্রমণ বা জলবাহিত কোনও রোগের কারণে বালিয়া জেলায় এত মানুষের মৃত্য়ু হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। জলের নমুনাও সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে, তাপপ্রবাহের কারণে মৃত্যুর তত্ত্ব তুলে ধরার কারণে মুখ্য মেডিক্যাল সুপারিন্টেডেন্টকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, “বিনা কোনও তথ্য প্রমাণেই তাপপ্রবাহের কারণে মৃত্যুর মতো ভুল বিবৃতি দেওয়ার কারণেই ওই আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে।”