Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chhota Rajan: ১ টাকা ক্ষতিপূরণ, লাভের অর্থ ব্যয় হোক সমাজ কল্য়াণে! নেটফ্লিক্সের ‘স্কুপ’ সিরিজের বিরুদ্ধে মানহানির মামলা ছোটা রাজনের

Defamation: মানহানির জন্য বিপুল পরিমাণ ক্ষতিপূরণ চাননি ছোটা রাজন। মানহানির জন্য মাত্র ১ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। এই ওয়েব সিরিজ থেকে নির্মাতারা যে আর্থিক লাভ করবে, তা জনসাধারণের উপকার বা সমাজের উন্নতির জন্য যাতে ব্য়বহার করা হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি।

Chhota Rajan: ১ টাকা ক্ষতিপূরণ, লাভের অর্থ ব্যয় হোক সমাজ কল্য়াণে! নেটফ্লিক্সের 'স্কুপ' সিরিজের বিরুদ্ধে মানহানির মামলা ছোটা রাজনের
নেটফ্লিক্সের সিরিজের বিরুদ্ধে মামলা ছোটা রাজনের।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2023 | 1:17 PM

মুম্বই: গ্যাংস্টার তো কী হয়েছে, তাই বলে কি মান-সম্মান নেই? ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স(Netflix)-কে আদালতে টেনে নিয়ে গেলেন জেলবন্দি গ্য়াংস্টার রাজেন্দ্র নিকালজে ওরফে ছোটা রাজন (Chhota Rajan)। বৃহস্পতিবার ছোটা রাজন নেটফ্লিক্স সিরিজ ‘স্কুপ'(Scop)-র নির্মাতাদের বিরুদ্ধে মানহানি ও ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘনের মামলা দায়ের করলেন। সাংবাদিক জ্যোতির্ময় দে-র খুনের ঘটনার উপরে জিগনা ভোরা(Jigna Vora)-র লেখা বইয়ের উপরে ভিত্তি করেই ‘স্কুপ’ ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে। আজ, শুক্রবারই এই ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে।

বম্বে হাইকোর্টে দায়ের করা মামলায় ছোটা রাজন দাবি করেছেন, ওই ওয়েব সিরিজের বিষয়বস্তু সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিমূলক। সিনেমার নির্মাতারা তাঁর নাম ব্যবহার করে উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন এবং তা থেকে লাভ অর্জন করতে চাইছেন। সংবাদসংস্থা পিটিআই-র তথ্য অনুযায়ী, গ্যাংস্টার ছোটা রাজন তাঁর আবেদনে সিরিজের নির্মাতা হনসল মেহতা ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিস ইন্ডিয়া যাতে ভবিষ্যতেও তাঁর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে, তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন।

ছোটা রাজনের আবেদনে বলা হয়েছে, “ভুয়ো গল্পের সঙ্গে নাম জড়িয়ে জনসাধারণের দৃষ্টিতে মামলাকারীর ভাবমূর্তি নষ্ট করা ও তার থেকে আর্থিক মুনাফা অর্জন করার চেষ্টা করা হচ্ছে, যা মানহানিরই সমান। ট্রেলারে যে বিষয়বস্তু দেখানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্য়া, বিভ্রান্তিকর এবং জনসাধারণের মধ্যে চাঞ্চল্য সৃষ্টির উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে।”

তবে মানহানির জন্য বিপুল পরিমাণ ক্ষতিপূরণ চাননি ছোটা রাজন। মানহানির জন্য মাত্র ১ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। এই ওয়েব সিরিজ থেকে নির্মাতারা যে আর্থিক লাভ করবে, তা জনসাধারণের উপকার বা সমাজের উন্নতির জন্য যাতে ব্য়বহার করা হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি। আগামী ৯ জুন এই মামলার শুনানি হতে পারে বম্বে হাইকোর্টে।

জ্যোতির্ময় দে খুনের মামলা-

২০১১ সালের জুন মাসে খুন হন সাংবাদিক জ্যোতির্ময় দে। ওই বিশিষ্ট সাংবাদিককে খুনের মামলায় ছোটা রাজন, সাংবাদিক জিগনা ভোরা সহ মোট ১২ জনের নাম জড়িয়েছিল। ২০১৮ সালের মে মাসে এই মামলার শুনানিতে ছোটা রাজন সহ ১১ জনকে অভিযুক্ত বলে ঘোষণা করা হয়। তবে সাংবাদিক জিগনা ভোরাকে নির্দোষ বলে মুক্তি দেওয়া হয়। এই ঘটনা নিয়েই তৈরি হয়েছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘স্কুপ’। এই সিরিজে অভিনয় করেছেন করিশ্মা তান্না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।