Murder Case: প্রেমিকের সঙ্গে কথা বলার খেসারত! মা, দাদার হাতে খুন তরুণী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মা ও দাদার হাতে খুন হওয়া ওই তরুণীর নাম সোনু। ২৯ এপ্রিল মানপুরার জঙ্গলে একটি কুয়োর কাছে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর তিন দিন আগে সোনু নিখোঁজ বলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর এক আত্মীয়। সোনুর দেহ উদ্ধারের পর মৃতের মা ও দাদা গণধর্ষণ করে খুনের অভিযোগ এনেছিলেন।

Murder Case: প্রেমিকের সঙ্গে কথা বলার খেসারত! মা, দাদার হাতে খুন তরুণী
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 6:49 PM

জয়পুর: এক তরুণীকে খুন করার অভিযোগ উঠল মা ও দাদার বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই তরুণী নিজের প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতেন। প্রেমিকের সঙ্গে কথা বলা পছন্দ ছিল না তাঁর মা ও দাদার। যা নিয়েই চলত অশান্তি। এর পরই ওই তরুণীকে খুন করে তাঁর দেহ জঙ্গলে ফেলে দিয়ে আসে তাঁর মা ও দাদা। এই কাজ করার পর গোটা ঘটনা বেমালুম চেপে গিয়েছিল অভিযুক্তরা। ওই তরুণীর আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তার পর তরুণীর দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে মৃত তরুণীর মা ও দাদাকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু তাঁদের কথায় অসঙ্গতি দেখে সন্দেহ হয় পুলিশের। তার পরই গোটা বিষয়টি সামনে আসে। সম্প্রতি ওই ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেঢ়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মা ও দাদার হাতে খুন হওয়া ওই তরুণীর নাম সোনু। ২৯ এপ্রিল মানপুরার জঙ্গলে একটি কুয়োর কাছে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর তিন দিন আগে সোনু নিখোঁজ বলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর এক আত্মীয়। সোনুর দেহ উদ্ধারের পর মৃতের মা ও দাদা গণধর্ষণ করে খুনের অভিযোগ এনেছিলেন। কিন্তু সেই অভিযোগের সারবত্তা খুঁজে পায়নি পুলিশ।

এর পর জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সোনুর মা ও দাদাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁদের বয়ান সন্দেহজনক ঠেকে পুলিশের কাছে। তখন পুলিশ নানা ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন অভিযুক্ত দুজনকে। পুলিশি জেরায় ভেঙে পড়েন তাঁরা। এবং সত্যি ঘটনা স্বীকার করে নেন। অভিযুক্তরা পুলিশকে জানিয়েছেন, সোনুকে তাঁরাই খুন করেছিলেন। এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার কারণেই এই খুন বলে স্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে খুনের মামলা রুজু করেছে পুলিশ।