টুইটারে প্রধানমন্ত্রীকে মূর্খ বলা, চাকরি খুইয়ে মূল্য চোকাতে হল সিনিয়র পাইলটকে

মিকি মালিক নামক ওই পাইলট সম্প্রতি টুইটারে কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-কে আক্রমণ করেছিলেন। টুইটে তিনি লিখেছিলেন, "প্রধানমন্ত্রী মূর্খ। আপনারা পাল্টা আমাকেও মূর্খ বলতে পারেন কিন্তু তাতে কিছু যায়-আসে না। কারণ আমি প্রধানমন্ত্রী নই। কিন্তু প্রধানমন্ত্রী মূর্খই। ব্যস।"

টুইটারে প্রধানমন্ত্রীকে মূর্খ বলা, চাকরি খুইয়ে মূল্য চোকাতে হল সিনিয়র পাইলটকে
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Jan 10, 2021 | 3:30 PM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রীকে মূর্খ বলা, তাও আবার সোশ্যাল মিডিয়ায়! মূল্য চোকাতে হল গোএয়ারের সিনিয়র পাইলটকে। সোশ্যাল মিডিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তড়িঘড়ি ওই পাইলটকে ছাঁটাই করল গোএয়ার (GoAir)। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোড়ন।

মিকি মালিক নামক ওই পাইলট সম্প্রতি টুইটারে কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-কে আক্রমণ করেছিলেন। টুইটে তিনি লিখেছিলেন, “প্রধানমন্ত্রী মূর্খ। আপনারা পাল্টা আমাকেও মূর্খ বলতে পারেন কিন্তু তাতে কিছু যায়-আসে না। কারণ আমি প্রধানমন্ত্রী নই। কিন্তু প্রধানমন্ত্রী মূর্খই। ব্যস।”

মিকির এই টুইট ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়। বিতর্কের মুখে পড়ে টুইটটি মুছে ফেলেন তিনি। লক করে দেন নিজের অ্যাকাউন্ট। পাশাপাশি একটি টুইট করে লেখেন, “প্রধানমন্ত্রী ও অন্যান্য বিষয় নিয়ে আমার টুইটে যদি কারোর মনে আঘাত লাগে, তবে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমার টুইটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গোএয়ারের কোনও সংযোগ নেই।”

আরও পড়ুন: বিজেপি মুখ্যমন্ত্রীর সভার আগে পুলিস-কৃষক খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র কার্নাল

সংস্থার হয়ে সাফাই গাইলেও মন গলেনি গোএয়ারের। টুইট বিতর্কের তিনদিনের মধ্যেই ওই সিনিয়র পাইলটকে বহিষ্কার করে গোএয়ার। এই বিষয়ে সংস্থার মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করে বলেন, “এইধরনের বিষয়ে গোএয়ার জিরো টলারেন্স নীতি মেনে চলে। সংস্থার সমস্ত কর্মী যাবতীয় আইন, আচরণবিধি ও সোশ্যাল মিডিয়ার আচরণবিধি সংস্থার নীতি মেনে চলতে বাধ্য। এরপরও যদি কোনও কর্মচারী ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে, তবে তার দায় কর্তৃপক্ষের নয়।”

সোশ্যাল মিডিয়ায় আচরণবিধি ভঙ্গের কারণে এর আগেই এক প্রশিক্ষণরত পাইলটকে বিতাড়িত করেছিল গোএয়ার। ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সীতা ও হিন্দুত্ব নিয়ে আপত্তিকর টুইট করেছেন। যদিও পরে জানা যায়, আদতে বিতাড়িত ওই পাইলট নয়, একই নামের অন্য এক ব্যক্তি বিতর্কিত টুইটটি করেছিলেন।

আরও পড়ুন: ভারত থেকে জম্মু-কাশ্মীর-লাদাখকে ‘পৃথক’ করল হু, ‘চিনের হাত’ বলছেন প্রবাসী ভারতীয়রা