Waqf Act Amendment: মহিলারাও পাবেন নায্য অধিকার, ওয়াকফ আইনে কী কী পরিবর্তনের ভাবনা কেন্দ্রের?

Waqf Act Amendment: সরকারি সূত্রে খবর, ওয়াকফ বোর্ডে এবার থেকে মহিলাদেরও সদস্য করতে হবে। রাজ্য এবং কেন্দ্রীয় কাউন্সিল বোর্ডে কমপক্ষে দুইজন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমানে ওয়াকফ বোর্ড বা কাউন্সিলে কোনও মহিলা সদস্য নেই। এই নিয়মেই পরিবর্তন আনতে চায় সরকার।  

Waqf Act Amendment: মহিলারাও পাবেন নায্য অধিকার, ওয়াকফ আইনে কী কী পরিবর্তনের ভাবনা কেন্দ্রের?
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Aug 05, 2024 | 7:20 AM

নয়া দিল্লি: আরও এক বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। বদল আনা হতে পারে ওয়াকফ আইনে। চলতি সপ্তাহেই এই আইন সংশোধনের প্রস্তাব বিল পেশ করা হতে পারে সংসদে, এমনটাই সূত্রের খবর। কিন্তু ওয়াকফ আইনে কী পরিবর্তন আনতে চায় সরকার, তা নিয়ে ধোঁয়াশা ছিল। বিভিন্ন ভুল প্রচারও চালানো হচ্ছে বলে অভিযোগ। অবশেষে সরকারের তরফেই আভাস মিলল ওয়াকফ আইনে পরিবর্তন সম্পর্কে। সূত্রের খবর, ওয়াক বোর্ডে এবার মহিলা সদস্যদের অন্তর্ভুক্ত করতে চায় সরকার।

সরকারি সূত্রে খবর, ওয়াকফ বোর্ডে এবার থেকে মহিলাদেরও সদস্য করতে হবে। রাজ্য এবং কেন্দ্রীয় কাউন্সিল বোর্ডে কমপক্ষে দুইজন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমানে ওয়াকফ বোর্ড বা কাউন্সিলে কোনও মহিলা সদস্য নেই। এই নিয়মেই পরিবর্তন আনতে চায় সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক বলেন, “মুসলিম মহিলা ও শিশুরাই সবথেকে বেশি ভুক্তভোগী। যদি বিবাহ বিচ্ছেদ হয়, মহিলা ও তাঁর সন্তানরা কোনও অধিকার পান না। সরকার নারী-পুরুষ, প্রতিটি লিঙ্গকে সমতা ও সমান অধিকার দিতে চায়। কেন্দ্রের সংশোধনীতে প্রতিটি রাজ্যের ওয়াকফ বোর্ডে দুইজন মহিলা সদস্য এবং কেন্দ্রীয় বোর্ডেও দুইজন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে নতুন বিলে।”

উল্লেখ্য, মসজিদ ও মুসলিম ধর্মীয় স্থানগুলি রক্ষা ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে এই ওয়াকফ বোর্ড।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের শুক্রবারই মন্ত্রিসভায় ওয়াকফ আইন সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। ওয়াকফ আইনে ৪০টি সংশোধনের সুপারিশ করা হয়েছে বলেই খবর। চলতি সপ্তাহেই এই বিল সংসদে আনতে চলেছে সরকার।