২ ঘন্টার শাহি বৈঠক শেষ! বঙ্গভবনের উদ্দেশে রওনা দিলেন রাজ্যপাল
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের ৩০ মিনিটের বৈঠক হতে পারে।
নয়া দিল্লি: রাজভবন থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শাহি দরবারে তাঁর ২ ঘন্টার বৈঠক শেষ হয়েছে । তবে অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করার আগে রাজ্যপাল দেখা করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে। কিন্তু ঠিক কী কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল দেখা করতে গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। যদিও রাজ্য-রাজ্যপাল ‘সম্পর্কের’ বিচারে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সম্প্রতি রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছেন ধনখড়। সেই আবহেই শাহি দরবারে বৈঠকে নজর গোটা দেশের। দু’দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে সাক্ষাৎ করেছিলেন রাজ্যপালের সঙ্গে। দুই তরফেই নতুন বছর উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দাবি করা হয়েছিল। তবে পর্যবেক্ষকদের একাংশের মতে, বর্তমানে রাজ্যপাল বারবার যেভাবে নানাবিধ বিষয়ে সরকার তথা সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানায় নিয়েছেন, সেই পরিস্থিতির নিরিখে এই সৌজন্য সাক্ষাৎ অত্যন্ত অর্থবহ হয়ে উঠেছিল।
আরও পড়ুন: ব্রেকিং: প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় দিক থেকে গ্রেফতার চিনা জওয়ান
কয়েক দিন আগেই রাজ্যপাল বাংলায় আইনের শাসন ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন। সেই মন্তব্যের পর ৬ কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে রাজ্যপালের উপস্থিতির গুরুত্ব অনেক।
তবে রাজ্যপালের বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করার ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলীয় সভা থেকে রাজ্যপাল প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ” রাজ্যপাল তাঁর পদের সাংবিধানিক মর্যাদা ধুলোয় লুটিয়ে দিচ্ছেন। তিনি একটা নির্দিষ্ট দলের অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছেন। চক্রান্ত করছেন তিনি। তিনি বিজেপির প্রতিনিধি হয়ে কাজ করছেন। প্রশাসনিক ভাবে সাহায্য করছেন।” পাশাপাশি ব্যারাকপুরের সভা থেকে রাজ্যপালকে ফের ‘পদ্মপাল’ বলে আক্রমণ করেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।