স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় সিআরপিএফ কনভয়ে গ্রেনেড হামলা জঙ্গিদের

এই হামলায় এক জওয়ান গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় সিআরপিএফ কনভয়ে গ্রেনেড হামলা জঙ্গিদের
সোপোরে জঙ্গিহানা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 12:04 AM

শ্রীনগর: আশঙ্কা ছিল আগে থেকেই। সেটা সত্যি করে স্বাধীনতা দিবসের আগের রাতে জম্মু কাশ্মীরে আধাসেনা কনভয়ের উপর হামলা চালাল জঙ্গিরা। সূত্রের খবর, বারামুলা জেলার সোপর এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। অতর্কিতে বাহিনীর উপর জঙ্গিরা গ্রেনেড ছোড়ে বলে খবর। এই হামলায় এক জওয়ান গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, বারামুলার সোপরে শনিবার সন্ধ্যা নাগাদ সন্ত্রাসবাদীরা সিআরপিএফ কনভয় লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়। এক জওয়ান বাদেও দুজন সাধারণ নাগরিক আহত হন এই হামলায়। আহত জওয়ান সিআরপিএফ-র হেড কনস্টেবল ছিল বলে জানা গিয়েছে। হামলার পরই সন্ত্রাসীদের খুঁজে বের করতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, যে এলাকায় এই হামলা চলে তার সেখানে একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখা ছিল। তার চারপাশেই টহল দিচ্ছিল সিআরপিএফ কনভয়। জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং পিচ রাস্তার উপর ফেটে যায়। যে কারণে প্রাণহানী এড়ানো গিয়েছে। নয়তো আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

প্রসঙ্গত, এর আগে বুধবার রাতে রাজৌরি জেলায় বিজেপির মণ্ডল প্রধান জসবীর সিংয়ের বাড়িতেও গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই হামলায় মণ্ডল প্রধানের বাড়ির ৭ জন গুরুতর আঘাত পান। মৃত্যু হয় ২ বছরের এক শিশুরও। আরও পড়ুন: ‘এত মানুষের মৃত্যু আমাকে যন্ত্রণা দিয়েছে’, করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রপতি