Set Ablaze: বাড়িতে ডেকে যুবকের গায়ে আগুন লাগিয়ে দিলেন প্রাক্তন প্রেমিকা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ ওই ব্যক্তির নাম রমেশ রামানি। গীতা নামের এক মহিলার সঙ্গে লিভ ইন করতেন তিনি।

মোরবি: এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তাঁর প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে। আগুনের জেরে ওই ব্যক্তির দেহের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত মহিলার সঙ্গে ওই ব্যক্তি লিভ ইন করতেন বলে জানিয়েছেন। কিন্তু বর্তমানে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এর পর ওই ব্যক্তিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ওই মহিলার বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুজরাতের মোরবিতে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ওয়ানকানের থানায়। অগ্নিদগ্ধের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালে গিয়ে আহতের বয়ানও নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ ওই ব্যক্তির নাম রমেশ রামানি। গীতা নামের এক মহিলার সঙ্গে লিভ ইন করতেন তিনি। গীতার বাড়ি গোধরা এলাকায়। পুলিশে করা অভিযোগে গীতা তাঁর গায়ে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন রমেশ। পুলিশকে রমেশ জানিয়েছেন, কয়েক মাস আগে গীতার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তার পর তাঁদের মধ্যে প্রেম নিবেদন হয়। এর পর এক সঙ্গে থাকা শুরু করেন দুজনে। দিন কয়েক আগে গীতা তাঁর বাড়ি থেকে সোনার গয়না নিয়ে পালিয়ে যায় বলে পুলিশকে জানিয়েছেন রমেশ। এর পর গীতা রমেশকে একটি নির্জন জায়গায় ডেকেছিলেন গয়না চুরির বিষয়টি নিয়ে মীমাংসার জন্য। গীতার কথা শুনে সেখানে গিয়েছিলেন রমেশ। তাঁর অভিযোগ, সেখানে যাওয়ার পরই তাঁর গায়ে গীতা পেট্রোল ঢেলে দিয়েছিলেন বলে অভিযোগ। তার পর গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যান গীতা। রমেশের দাবি, তাঁকে হত্যার চেষ্টা করেছিলেন গীতা।
তবে গীতার ঠিকানা ছাড়া তাঁর ব্যাপারে কোনও বিস্তারিত তথ্য পুলিশকে দিতে পারেননি রমেশ। সেই তথ্যের ভিত্তিতেই গীতার খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন ওয়ানকানার থানার তদন্তকারী অফিসার বনরজনীশ বাবারিয়া।





