Delhi Court: ফের দিল্লির আদালতে বন্দুক নিয়ে দাপাদাপি আইনজীবীর, বচসার মধ্যে চলল গুলি
Delhi Court: এই প্রথম নয়। সাম্প্রতিককালে একাধিকবার দিল্লির একাধিক আদালত চত্বরে চলেছে গুলি। গিয়েছে প্রাণ। ২০২১ সালের ১৩ জুলাই দিল্লির দ্বারকা কোর্টে চলে গুলি।
নয়া দিল্লি: ফের দিল্লির কোর্ট (Delhi Court) চত্বরে চলল গুলি। তুমুল বচসা দুই আইনজীবীর মধ্যে। রোহিণী, সাকেত আদালতের পর এবার দিল্লির (Delhi) তিস হাজারি কোর্টে চলল গুলি। গুলি চালালেন এক বরিষ্ঠ আইনজীবী। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এদিন তিস হাজারি কোর্টে একাধিক মামলার শুনানি চলছিল। তখনই কোর্টের বাইরে বার কাউন্সিলের দুই আইনজীবীর মধ্যে তুমুল বচসা শুরু হয়। তুমুল বাকবিতণ্ডা শুরু হয় তিস হাজারি কোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মণীশ শর্মা ও আইনজীবী অতুল শর্মার মধ্যে।
অভিযোগ, এরইমধ্যে আচমকা শূন্য গুলি ছোড়েন মণীশ শর্মা। তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কিন্তু, কী করে প্রকাশ্যে দিবালোকে একজন আইনজীবী কোর্টের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে পারেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ঘটনার পরই কোর্ট থেকে খবর যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, কোর্ট চত্বরে চেম্বার তৈরি ও পার্কিং নিয়ে অতুল ও মণীশের মধ্যে দীর্ঘদিন থেকে ঝামেলা চলছিল। এদিনই তা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হয়। শুরু হয় তর্কাতর্কি। তারমধ্যে ঘটে যায় এ ঘটনা।
এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কে কে মেনন। যে বন্দুক থেকে গুলি চলেছে সেটির লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রথম নয়। সাম্প্রতিককালে একাধিকবার দিল্লির একাধিক আদালত চত্বরে চলেছে গুলি। গিয়েছে প্রাণ। ২০২১ সালের ১৩ জুলাই দিল্লির দ্বারকা কোর্টে চলে গুলি। ঘটনায় মৃত্যু হয় একজনের। ওই বছরের সেপ্টেম্বর মাসে রোহিণী কোর্টে চলে গুলি। সংঘর্ষ হয় গ্যাংস্টারদের মধ্যে। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর। তবে এই শেষ নয়, ২০২২ সালের এপ্রিল মাসে ফের গুলি চলে রোহিণী কোর্টে। এরপর ২০২৩ সালের ২২ এপ্রিল সাকেত আদালতে গুলি চলে। মৃত্যু হয় এক মহিলা আইনজীবীর।