Jammu & Kashmir Encounter: ফের কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই, আহত ২ জওয়ান

Encounter: জম্মু-কাশ্মীর পুলিশের এক সিনিয়ার আধিকারিক জানান, জঙ্গিদের ছোঁড়া গুলিতে ২ সেনাকর্মী আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, জঙ্গলের ভিতর ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর দাবি।

Jammu & Kashmir Encounter: ফের কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই, আহত ২ জওয়ান
প্রতীকী ছবিImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 9:46 AM

রাজৌরি: ফের উপত্যকায় জঙ্গি-নিধন অভিযানে সেনাবাহিনী। এবার জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) রাজৌরি জেলায় জঙ্গিদের খোঁজে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ বাহিনী। সোমবার সন্ধ্যা থেকে অভিযান শুরু হয়। এই অভিযানে জঙ্গিদের ছোঁড়া গুলিতে ২ জওয়ান আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে।

সেনা সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে রাজৌরি জেলার জঙ্গল অধ্যুষিত কালাকোট এলাকায় অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। ব্রোহ ও সুম জঙ্গল এলাকা একেবারে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বেগতিক বুঝে জঙ্গিরা পালানোর চেষ্টা করে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। জঙ্গিরাও পাল্টা গুলি ছোঁড়ে। তারপর দু-পক্ষের গুলির লড়াইয়ে দুই সেনাকর্মী গুলিবিদ্ধ হন। তারপরেও সেনা-জঙ্গির গুলির লড়াই অব্যাহত।

জম্মু-কাশ্মীর পুলিশের এক সিনিয়ার আধিকারিক জানান, জঙ্গিদের ছোঁড়া গুলিতে ২ সেনাকর্মী আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, জঙ্গলের ভিতর ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর দাবি। তাদের ধরার চেষ্টা করা হচ্ছে এবং দু-পক্ষের মধ্যে এখনও গুলির লড়াই চলছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, জঙ্গলের ভিতর লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজ পেতে প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়। প্রযুক্তির মাধ্যমে জঙ্গিদের হদিশ পেয়েই কালাকোট এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান চালানো হয়।

প্রসঙ্গত, দিন ২০ আগে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক পুলিশ আধিকারিক-সহ ৩ সেনা আধিকারিক শহিদ হয়েছেন। পাল্টা নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ জঙ্গিও নিকেশ হয়েছে।