Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Criminal Code: শ্বশুরবাড়িতে মানসিক নির্যাতনকে ‘নিষ্ঠুরতা’ বলা হল নতুন ক্রিমিনাল কোডে

Criminal Code: বর্তমান ক্রিমিনাল কোড বদল করার জন্য যে তিনটি বিল আনা হচ্ছে, তার মধ্যেই রয়েছে এই প্রস্তাব। সেই তিনটি বিল হল, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।

Criminal Code: শ্বশুরবাড়িতে মানসিক নির্যাতনকে 'নিষ্ঠুরতা' বলা হল নতুন ক্রিমিনাল কোডে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 6:46 PM

নয়া দিল্লি: বদলে যাচ্ছে ভারতের ক্রিমিনাল কোড। বদলে যে তিন বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, তার মধ্যে একটি বিলে যোগ করা হল দুটি নতুন সেকশন। যোগ করা হচ্ছে বেশ কিছু নতুন ‘অপরাধ’, কিছু বিষয় বাদও যাচ্ছে। বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বাড়ানো হচ্ছে জরিমানার অঙ্ক। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে স্ট্যান্ডিং কমিটি দেখছে পুরো বিষয়টা। নতুন সেকশনে মহিলাদের ওপর মানসিক অত্যাচারকে ‘নির্মমতা’ বলে উল্লেখ করা হয়েছে।

যুক্ত করা হয়েছে সেকশন ৮৬। সেখানেই মহিলাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করাকে ‘নির্মমতা’বা ‘নিষ্ঠুরতা’ বলে উল্লেখ করা হয়েছে। সামাজিক পরিকাঠামো খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সামাজিক কাঠামোতে একজন মহিলা সাধারণত বিয়ের পর তাঁর স্বামীর সঙ্গে, স্বামীর পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন। সে ক্ষেত্রে শুধুমাত্র শারীরিক অত্যাচার নয়, মানসিক অত্যাচারকেও গুরুত্ব দিতে চলেছে কেন্দ্র।

দ্বিতীয় সংযোজন হল, যৌন হেনস্থার মামলায় নির্যাতিতার পরিচয় প্রকাশ করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া নির্যাতিতার নাম প্রকাশ করা হলে ২ বছরের জেলের শাস্তি দেওয়ার প্রস্তাব রয়েছে বিলে।

সন্ত্রাসবাদ সংক্রান্ত আইনও পুনর্গঠন করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। ওই আইনের আওতায় আনা হবে দেশের অর্থনৈতিক সুরক্ষার বিষয়টিও। বর্তমান ক্রিমিনাল কোড বদল করার জন্য যে তিনটি বিল আনা হচ্ছে, তার মধ্যেই রয়েছে এই প্রস্তাব। সেই তিনটি বিল হল, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। গত অগস্ট মাসে এই তিনটি বিল পেশ করা হয় লোকসভায়। পরে সেগুলি খতিয়ে দেখতে বলা হয় বিশেষ কমিটিকে।