করোনা রোগীদের রামদেবের ‘ওষুধ’ কোরোনিল দেবে বিজেপি সরকার

স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের উপস্থিতিতেই রামদেব এই কোরোনিলকে 'করোনার প্রথম প্রমাণ-সহ ওষুধ' বলে দাবি করেছিলেন।

করোনা রোগীদের রামদেবের 'ওষুধ' কোরোনিল দেবে বিজেপি সরকার
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 25, 2021 | 9:06 AM

চণ্ডীগঢ়: করোনা আক্রান্তদের বিনামূল্যে কোরোনিল দেবে হরিয়ানা (Haryana) সরকার। বিতর্কিত এই ‘আয়ুর্বেদিক ওষুধ’ দেওয়ার কথা টুইট করে জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। সোমবার সন্ধ্যায় অনিল ভিজ টুইট করার পরে হরিয়ানা সরকারের এই ঘোষণা তুমুল সমালোচিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইট করে স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ লিখেছেন, “এক লক্ষ পতঞ্জলি করোনিল কিট হরিয়ানার করোনা রোগীদের বিনামূল্যে দেওয়া হবে। এর অর্ধেক খরচ পতঞ্জলি ও অর্ধেক খরচ হরিয়ানা সরকারের করোনা রিলিফ ফান্ড বহন করবে।”

হরিয়ানায় গ্রামীণ এলাকায় দ্রুত সংক্রমণ হচ্ছে। যার জন্য হরিয়ানার বিজেপি সরকার দায়ী করেছে কৃষকদের আন্দোলনকে। ফেব্রুয়ারি মাসে কোরোনিল লঞ্চ করেছিলেন রামদেব। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের উপস্থিতিতেই রামদেব এই কোরোনিলকে ‘করোনার প্রথম প্রমাণ-সহ ওষুধ’ বলে দাবি করেছিলেন। তারপর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর তীব্র সমালোচনা করেছিল।

কী করে একজন স্বাস্থ্যমন্ত্রী এই রকম ‘অবৈজ্ঞানিক পণ্য’কে দেশের সামনে তুলে ধরেন, তা নিয়ে প্রশ্নও তুলেছিল চিকিৎসকদের শীর্ষ সংগঠন। যদিও রামদেব দাবি করেছিলেন কোরোনিলের ‘সার্টিফিকেট অব ফার্মাসিউটিক্যাল প্রডাক্ট’ রয়েছে। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন, প্রথমে ওষুধ হিসেবে অনুমোদন পেলেও পরে এটি ‘ইমিউনিটি বুস্টার’ হিসেবে অনুমোদিত হয়।

কোরোনিল নিয়ে রামদেব দাবি করেছিলেন, বৈজ্ঞানিক ভিত্তিতেই দেশের সবুজ সঙ্কেত পেয়েছে এই ‘ওষুধ।’ এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের ভিত্তিতে ১৫০টি দেশে বিক্রি সম্ভব কোরোনিলের। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার টুইটার হ্যান্ডেল থেকে সাফ জানানো হয়েছিল এরকম কোনও ওষুধকে মান্যতা দেয়নি তারা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই অ্যালোপেথি চিকিৎসাকে ‘দেউলিয়া’ বলে চরম অবমাননাকর মন্তব্য করেন রামদেব। তিনি দাবি করেন, অ্যালোপেথি ওষুধ খেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এরপর আইএমএ রামদেবের গ্রেফতারির দাবি জানায়। খোদ স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন টুইট করে রামদেবকে মন্তব্য প্রত্যাহার করার নির্দেশ দেন।

আরও পড়ুন: ডিনারে গিয়েই গায়েব পিএনবি স্ক্যামের ‘ওয়ান্টেড’ মেহুল চোকসি