ফের করোনা টিকা নেওয়ার পর মৃত্যু স্বাস্থ্যকর্মীর
বিজ্ঞপ্তিতে এ-ও জানানো হয়েছে, এই সম্পূর্ণ বিষয়টির তদারকি করবে জেলা টিকাকরণ পার্শ্বপ্রতিক্রিয়া (AEFI) কমিটি।
হায়দরাবাদ: ফের করোনা টিকা (COVID vaccine) নেওয়ার পর মৃত্যু স্বাস্থ্যকর্মীর। প্রাণ হারালেন তেলেঙ্গানার ৪২ বছর বয়সী ব্যক্তি। বুকে অসহ্য ব্যাথার পর প্রাণ হারিয়েছেন তিনি। যদিও সে রাজ্যের জনস্বাস্থ্য আধিকারিক জি শ্রীনিবাস রাও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, ওই ব্যক্তির মৃত্যুর সঙ্গে টিকাকরণের কোনও সম্পর্ক নেই।
তেলেঙ্গানার ওই স্বাস্থ্যকর্মী মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিয়েছিলেন। তারপর আজ অর্থাৎ বুধবার দুপুর আড়াইটে নাগাদ তাঁর বুকে ব্যাথা শুরু হয়। এবং বিকেল সাড়ে ৫ টায় প্রাণ হারান তিনি। নির্দেশিকা অনুযায়ী, তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হবে।
তবে এই মৃত্যুর সঙ্গে টিকার সংযোগ নেই বলেই জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক শ্রীনিবাস রাও। তিনি বলেছেন, “প্রাথমিক তদন্ত বলছে এই মৃত্যুর সঙ্গে টিকাকরণের কোনও সম্পর্ক নেই।” বিজ্ঞপ্তিতে এ-ও জানানো হয়েছে, এই সম্পূর্ণ বিষয়টির তদারকি করবে জেলা টিকাকরণ পার্শ্বপ্রতিক্রিয়া (AEFI) কমিটি। জেলা কমিটির সেই রিপোর্ট খতিয়ে দেখবে কেন্দ্রীয় এইএফআই কমিটি।
আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামীদের সারিতে সাভারকর! জোর বিতর্ক
প্রসঙ্গত, এর আগেও টিকা নেওয়ার পর মৃত্যুর খবর এসেছে। এর আগে দুই ব্যক্তি করোনা টিকা নিয়ে প্রাণ হারিয়েছিলেন। সেই সময়ও সরকার জানিয়েছিল মৃত্যুর সঙ্গে টিকার কোনও সম্পর্ক নেই। সোমবার পর্যন্ত দেশে টিকা নেওয়ার পর ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল। স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী এপর্যন্ত মোটি টিকা নিয়েছেন ৬ লক্ষ ৭৪ হাজার ৮৩৫ জন।