স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা পাওয়ার দরজা আপাতত বন্ধ

দেশে এ পর্যন্ত করোনা টিকা পেয়েছেন ৭ কোটি ৪৪ লক্ষ মানুষ। যার মধ্যে ৮৯ লক্ষ ৫৩ হাজার ৫৫২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছেন।

স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা পাওয়ার দরজা আপাতত বন্ধ
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 11:42 PM

নয়া দিল্লি: করোনা প্রতিষেধকের (COVID Vaccine) রেজিস্ট্রেশনের দরজা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বন্ধ করল কেন্দ্র। ৪৫-ঊর্ধ্ব-সহ অন্যান্যদের করোনা টিকা পৌঁছে দিতে এই পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দুই তালিকাতেই অযোগ্য নাম ঢুকছে। তাঁরা করোনা টিকাও পাচ্ছেন, যার মাধ্যমে করোনা টিকাকরণ নির্দেশিকা বিঘ্নিত হচ্ছে।

রাজেশ ভূষণ রাজ্যগুলিকে চিঠি লিখে জানিয়েছেন, বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী কোভিড ভ্যাকশিনেশন সেন্টারে অযোগ্যরা স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক হিসেবে করোনা টিকা পাচ্ছেন। বিগত কয়েক দিনে স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে তালিকায় ২৪ শতাংশ বেশি নাম যুক্ত হয়েছে। তাই এই মূহুর্তে আর স্বাস্থ্যকর্মীদের তালিকায় আর নতুন নাম যোগ করা হবে না।

স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ পাশাপাশি ৪৫-ঊর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে জানিয়েছেন। বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রথমে স্বাস্থ্যকর্মীরা টিকা নিতে অনীহা প্রকাশ করার পরও একাধিকবার তাঁদের করোনা টিকা নেওয়ার জন্য উৎসাহ দিয়েছে কেন্দ্র। বারবার তাঁদের জন্য টিকাকরণের সময় বাড়ানো হয়েছে। কিন্তু আর টিকাকরণের সময় বাড়ানো হবে না। তাই করোনা টিকায় স্বাস্থ্যকর্মীদের রেজিস্ট্রেশন আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাজেশ ভূষণ।

দেশে এ পর্যন্ত করোনা টিকা পেয়েছেন ৭ কোটি ৪৪ লক্ষ মানুষ। যার মধ্যে ৮৯ লক্ষ ৫৩ হাজার ৫৫২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছেন। টিকার দ্বিতীয় ডোজ় পেয়েছেন ৫৩ লক্ষ ৬ হাজার ৬৭১ জন স্বাস্থ্যকর্মী। করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছেন ৯৬ লক্ষ ১৯ হাজার ২৮৯ জন প্রথম সারির যোদ্ধা। দ্বিতীয় ডোজ় পেয়েছেন ৪০ লক্ষ ১৮ হাজার ৫২৬ জন প্রথম সারির যোদ্ধা।

আরও পড়ুন: ‘কুমির তাড়াতে গিয়ে হাঙর আনবেন না,’ আবেদন মানিকের