অক্সিজেন, ওষুধ-সহ সব তথ্য দিতে হবে কেন্দ্রকে, করোনা সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলায় নির্দেশ সু্প্রিম কোর্টের
ভ্যাকসিনের (COVID 19 vaccine) দামের ভিত্তি কী? ওষুধের পরিস্থিতিই বা কী? কেন্দ্রের কাছে এ সব তথ্য জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)
নয়া দিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের (Second Wave) ধাক্কায় কার্যত টালমাটাল গোটা দেশ। প্রত্যেক দিন সংক্রমণের যে পরিসংখ্যান সামনে আসছে, তা যথেষ্ট উদ্বেগের। আর সেই সঙ্গে চলছে অক্সিজেন (Oxygen) নিয়ে টানাপোড়েন। যদিও কেন্দ্রের তরফে অক্সিজেনের অভাব মেটাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এখনও সামনে আসছে অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর। এই উদ্বেগজনক পরিস্থিতিতে নীরব দর্শক হয়ে বসে থাকা যাবে না বলে জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার করোনা সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে কেন্দ্রের কোভিড পরিষেবা সংক্রান্ত একগুচ্ছ তথ্য চাইল শীর্ষ আদালত।
হাইকোর্টের ভূমিকা গুরুত্বপূর্ণ:
এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি রবীন্দ্র ভাটের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। আর সেখানে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, পুরো পরিস্থিতি ওপর নজরদারি চালানোর জন্য হাইকোর্টের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যগুলির পরিস্থিতি তারা অনেক কাছ থেকে দেখছে। কিন্তু তাই বলে সুপ্রিম কোর্ট চুপ করে বসে থাকবে না বলে জানিয়েছেন বিচারপতিরা। যেহেতু দেশ জুড়ে এই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তাই সেখানে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হবে বলেই মন্তব্য করা হয়েছে বিচারপতিদের বেঞ্চের তরফ থেকে। তবে হাইকোর্ট কে তার ভূমিকা থেকে বিরত করা হবে না বলেও জানানো হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের হাইকোর্টে যেমন শুনানি চলছে তা চলবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
কেন্দ্রের কাছে কী কী জানতে চাইল সুপ্রিম কোর্ট?
করোনা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন কেন্দ্রের কাছে এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এ দিন তথ্য তলব করল শীর্ষ আদালত।
- অক্সিজেন সম্পর্কিত সম্পূর্ণ পরিকল্পনা কী? এই মুহূর্তে অক্সিজেন কত আছে? কীভাবে রাজ্যগুলিকে অক্সিজেন বন্টন করা হয়? রাজ্যগুলির পরিস্থিতি কী?
- কেন ভ্যাকসিনের আলাদা আলদা দাম? ভ্যাকসিন মূল্যের ভিত্তি কী?
- রেমডেসিভিরের মতো প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য কী প্রস্তুতি চলছে?
আরও পড়ুন: কোভিডের খবর ভুয়ো, বিউলির ডাল আর আলু পোস্ত খেয়ে ছুটি কাটাচ্ছেন মিঠুনদা
কেন্দ্র ও রাজ্য সরকার কোভিড পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকদের একটি বড় প্যানেল তৈরি করেছিল, যাতে রোগীরা প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারে। সেই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা রাজ্য সরকারকে জানানো উচিত বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৩০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, আর তার আগে কেন্দ্রীয় সরকার হলফনামা দাখিল করবে আদালতে।