ভিডিয়ো: আচমকাই মাটিতে ঢুকে গেল রাস্তা, টানা চারদিনের বৃষ্টিতে পাহাড়ে ধস, ভাঙল ব্রিজও

ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্মেন্টের তরফে জানানো হয়েছে, বৃষ্টি থামার সম্ভাবনা নেই এখনই। আগামী ২৯ অগস্ট অবধি চলবে এই বৃষ্টি।

ভিডিয়ো: আচমকাই মাটিতে ঢুকে গেল রাস্তা, টানা চারদিনের বৃষ্টিতে পাহাড়ে ধস, ভাঙল ব্রিজও
যেভাবে ভেঙে পড়েছে ব্রিজটি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 2:56 PM

দেহরাদুন: একটানা চারদিন ধরে বৃষ্টি লেগেই রয়েছে পাহাড়ে। পিছল রাস্তায় এ বার নামল ধসও (Landslide)। ভারী বৃষ্টি ও ধসের জেরে বন্ধ হয়ে গেল ঋষিকেশ-দেবপ্রয়াগ, ঋষিকেশ-তেহরি ও দেহরাদুন-মুসৌরির রাস্তা। অন্যদিকে, জলের তোড়ে ভেঙে পড়েছে রাণী পোহরি ব্রিজও (Rani-Pohari Bridge)। সেই সময় ব্রিডের উপর দিয়ে যে গাড়িগুলি যাতায়াত করছিল, সেগুলিও ভেসে যায়।

উত্তরাখণ্ড পুলিশের তরফে এ দিন সকালে জানানো হয়, আবহাওয়া ঠিক না হওয়া অবধি পর্যটকরা যেন এই রাস্তাগুলিতে না যান। তপোবন থেকে মালেথাগামী ৫৮ নম্বর জাতীয় সড়কেও প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে। সেই রাস্তাও আপাতত বন্ধ রাখা হয়েছে। ঋষিকেশ, দেহরাদুন, মুসৌরির মতো পর্যটন কেন্দ্রগুলি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারী বৃষ্টির কারণে।

পুলিশের তরফে একটি টুইট করে বলা হয়েছে, “দেহরাদুন-ঋষিকেশগামী রাস্তায় রাণী পোখরিতে জখন নদীর উপর যে সেতুটি রয়েছে, তা ভারী বৃষ্টি ও জোয়ারের ধাক্কায় ভেঙে পড়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন এই রাস্তা ব্যবহার না করেন এবং অন্য কোনও পথ অনুসরণ করে নিজের গন্তব্যে যান।” ভিডিয়োয় দেখা যাচ্ছে, ব্রিজের মাঝখানের অংশটি সম্পূর্ণ রূপে বসে গিয়েছে। নদীর জলের স্রোত বাড়তেই গাড়ি ছেড়ে ব্রিজ থেকে পালিয়ে আসতে দেখা যাচ্ছে।

এ দিকে, মালদেবতা-সহস্রধারার মধ্যে সংযোগকারী রাস্তার মাঝেও আচমকাই বিশাল মাপের গর্তের সৃষ্টি হয়।কিছুক্ষণের মধ্যেই পাশের নদীর গ্রাসে চলে যায় গোটা রাস্তাটিই। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্মেন্টের তরফে জানানো হয়েছে, বৃষ্টি থামার সম্ভাবনা নেই এখনই। আগামী ২৯ অগস্ট অবধি চলবে এই বৃষ্টি। উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বুধবারই উত্তরাখণ্ডের পাউরি জেলায় ধস নামে। জয়হারিখাল ও ল্যান্ডডাউনের মাঝের রাস্তার পাশেই অবস্থিত একটি খাদে পড়ে যায় পর্যটক বোঝাই গাড়ি। বুধবার রাত ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খাদে পড়ে দুই যাত্রীর মৃত্য়ু হয় ও একজন গুরুতর আহত হন।  মৃতদের নাম তরুণ শর্মা (৩২) ও বিকাশ রানা (৩৩)। দুইজনই দিল্লির বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে নজফগড়ের বাসিন্দা অনুজ ভাত্সা (৩২) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কোটদ্বারের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ল্যান্সডাউন কোতওয়ালির স্টেশন ইনচার্জ সন্তোষ কুনওয়ার। আপাতত ওই যাত্রী স্থিতিশীল রয়েছেন বলেই জানা গিয়েছে। নিহতদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসেই হিমাচল প্রদেশেও ভয়াবহ ভূমিধস নামে। সেই সময় দুর্ঘটনার মুখে পড়েছিল রাজ্য় পর্যটন বিভাগের একটি বাস, একটি ট্রাক ও বহু গাড়ি। টানা এক সপ্তাহ ধরে উদ্ধারকার্য চালিয়ে মোট ২৭জনের মৃত্যু হয়। আরও পড়ুন: প্রথম দফার ট্রায়ালের সুপারিশ বিশেষজ্ঞ কমিটির, টিকা প্রস্তুতির দৌড়ে নাম লেখাল রিলায়েন্সও