Jharkhand CM: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে পারেন হেমন্ত সোরেনের স্ত্রী? দাবি বিজেপি সাংসদের
Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা হেমন্ত সোরেনকে তলব করল ইডি। জমি কেনা-বেচায় আর্থিক অনিয়মের অভিযোগেই তাঁকে তলব করেছে ইডি। এই নিয়ে সপ্তমবার ইডি-র তলব পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এবার তিনি জেলেও যেতে পারেন বলে রাজনৈতিক মহলের আশঙ্কা।

রাঁচি: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) নেতা হেমন্ত সোরেনকে তলব করল ইডি। জমি কেনা-বেচায় আর্থিক অনিয়মের অভিযোগেই তাঁকে তলব করেছে ইডি। এই নিয়ে সপ্তমবার ED-র তলব পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Hemant Soren)। এবার তিনি জেলেও যেতে পারেন বলে রাজনৈতিক মহলের আশঙ্কা। আর হেমন্ত সোরেন জেলে গেলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। আর এই জল্পনা উস্কে দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এবার হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা স্বামীর ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন বলে দাবি বিজেপি সাংসদের।
সম্প্রতি গান্ডে কেন্দ্রের জেএমএম বিধায়ক সরফরাজ আহমেদ বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তাঁর সেই ইস্তফা কিছুক্ষণের মধ্যেই গৃহীত হয়। যা নিয়ে ঝাড়খণ্ডের রাজনীতিতে নানা জল্পনা ওঠে। যদিও সরফরাজদ আহমেদ জানান, তিক্ততার কারণে নয়, দল, জোট এবং তাঁর নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে শক্তিশালী করতেই তিনি পদত্যাগ করেছিলেন। যদিও বিধায়ক পদে ইস্তফা দিয়ে কীভাবে দল, জোটকে শক্তিশালী করা যায়, তা স্পষ্ট করেননি তিনি। তবে এই ঘটনার পরই কটাক্ষ করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেবেন হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন।
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। এর মধ্যে এক বিধায়কের ইস্তফা দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ। এই বিষয়ে ঝাড়খণ্ডের রাজ্যপালের আইনি পরামর্শ নেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিশিকান্ত দুবে বলেন, জেএমএম হেমন্ত সোরেনের দল নয়, এটা শিবু সোরেনের দল। জেএমএম বিধায়ক ইস্তফা দেওয়ায় সেখানে উপ-নির্বাচন হলে এনডিএ প্রার্থী জয় হবেন বলেও দাবি জানিয়েছেন তিনি।
झारखंड के गांडेय विधायक सरफराज अहमद ने विधानसभा से इस्तीफ़ा दिया,इस्तीफ़ा स्वीकार हुआ । हेमंत सोरेन जी मुख्यमंत्री पद से इस्तीफ़ा देंगे,झारखंड की अगली मुख्यमंत्री उनकी पत्नी कल्पना सोरेन जी होंगी । नया साल सोरेन परिवार के लिए कष्टदायक @itssuniltiwari pic.twitter.com/jl06AtXurh
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) January 1, 2024
প্রসঙ্গত, জমি কেনা-বেচায় আর্থিক তছরুপের মামলায় হেমন্ত সোরেনের বয়ান রেকর্ড করতে ডিসেম্বরেই তাঁকে রাঁচিতে তলব করেছিল ইডি। কিন্তু, সেই তলবে সাড়া দেননি হেমন্ত সোরেন। বরং এর আগে ইডি-র পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু, তাঁর সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। এরপর সরফরাজ আহমেদ বিধায়ক পদে ইস্তফা দেন। গ্রেফতারি এড়াতেই তিনি ইস্তফা দিয়েছেন বলে জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে হেমন্ত সোরেনকে ফের ইডি-র তলব করার ঘটনায় উদ্বেগ বেড়েছে জেএমএম-এর। তিনি গ্রেফতার হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।





