VIDEO: জাতীয় সড়কই খরস্রোতা নদী, হিমাচলেও নামল মেঘ ভাঙা বৃষ্টি, নিখোঁজ কমপক্ষে ৫০
Himachal Pradesh: বিপর্যয়ের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। এদিকে, মেঘ ভাঙা বৃষ্টিতে রাস্তার সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপর্যয়স্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। পাহাড়ে হাইকিং করে পৌঁছচ্ছেন তারা।
এ দিন সকালেই হিমাচল প্রদেশের সামেজ খাদে হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের কাছে মেঘ ভাঙা বৃষ্টির খবর মেলে। হিমাচল প্রদেশের মাণ্ডিতেও মেঘ ভাঙা বৃষ্টি নেমেছে। তবে সবথেকে ভয়াবহ আকার নিয়েছে সিমলার কাছে রামপুরে। সেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েছেন কমপক্ষে ২০ জন।
Around 19 people were missing in the midnight cloud burst in the #Shimla district of Himachal Pradesh #HimachalPradesh #CloudBurst #Rainfall pic.twitter.com/aKz8I25TEy
— The Environment (@theEcoglobal) August 1, 2024
বিপর্যয়ের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। এদিকে, মেঘ ভাঙা বৃষ্টিতে রাস্তার সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপর্যয়স্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। পাহাড়ে হাইকিং করে পৌঁছচ্ছেন তারা।
#CloudBurst
Heavy rains and cloud burst in Himachal Pradesh have caused the buildings and roads to collapse and with several people missing
Efforts are made to save the life of the people stranded there by rescue teams pic.twitter.com/gch1pDULxb— 💝🌹💖🇮🇳jaggirmRanbir🇮🇳💖🌹💝 (@jaggirm) August 1, 2024
মাণ্ডিতে ভূমিধসের জেরে রাজবান গ্রামের কাছে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আপাতত স্কুল-কলেজের পড়ুয়াদের বাড়িতে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে। পাধার সাব ডিভিশনের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Bad News coming from Himachal Pradesh. 2 Power Project has been the worst hit after a cloudburst in the Parvati River. . Water flow levels rise, people are advised to stay away from the river and nearby areas. Dozens of people were missing after the cloud burst in Rampur, Shimla pic.twitter.com/QoQXs3DQIT
— Putin बाबा (@www3update1) August 1, 2024
রামপুরে উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, সিআইএসএফ ও হোমগার্ড। উদ্ধারকাজে হাত লাগাচ্ছে আইটিবিপি-ও। রাজ্যজুড়েই ভারী বৃষ্টি হওয়ায়, এসডিআরএফের টিমগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
Latest update on Himachal Pradesh cloud burst।#CloudBurst #HimachalPradesh #Kedarnath #Kerala pic.twitter.com/HFPMDoWTJD
— कवि: आलोक “अज्ञात” नौटियाल (@alokntyl) August 1, 2024
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইট করে লিখেছেন, “সিমলার রামপুর তহশিল, মান্ডি জেলার পাধার তহশিল এবং কুলুর নির্মন্দ গ্রাম জাওন গ্রামে মেঘ ভাঙা বৃষ্টিতে ৫০ জনেরও বেশি মানুষের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, হোম গার্ড এবং ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।”