HIV: এক সূচেই একাধিক ইঞ্জেকশন দেওয়ায় HIV পজ়িটিভ মেয়ে, পরিবারের দাবিতে শুরু তদন্ত
HIV: এক সূচেই একাধিক ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল উত্তর প্রদেশের এক সরকারি হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে। এর ফলে এক শিশু HIV আক্রান্ত হয়েছে বলেও দাবি পরিবারের।
লখনউ: একটাই সূচ সব রোগীর জন্য ব্যবহারের অভিযোগ উঠল উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। চিকিৎসকের এই গাফিলতির কারণে এক শিশুর HIV পজিটিভ এসেছে বলেও উঠেছে অভিযোগ। এটাহর রানি অবন্তী বাঈ লোধি গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমন ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই উত্তর প্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক শনিবার জানিয়েছেন, এই মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালের কাছ থেকে এহেন ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই ঘটনায় দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
গত ২০ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিল এক শিশু। হাসপাতালে ভর্তি থাকাকালীন সেই শিশু-সহ অনেককে এক সূচেই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলে অভিযোগ তার পরিবারের। গতকাল সেই মেয়ের বাবা-মা জেলাশাসক অঙ্কিত কুমার আগরবালকে এই বিষয়টি জানান। তাঁরা আরও দাবি করেছেন, যখন দেখা যায় তাঁদের মেয়ের HIV রিপোর্ট পজিটিভ এসেছে সেদিন রাতেই তাকে হাসপাতাল থেকে বের করে দেন স্বাস্থ্যকর্মীরা।
ইতিমধ্যেই জেলাশাসক এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তদন্তটি পাঠানো হয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক টুইটে লিখেছেন, “ইটাহ মেডিকেল কলেজে একই সিরিঞ্জ দিয়ে একাধিক রোগীকে ইঞ্জেকশন দেওয়ার এবং একটি শিশুর এইচআইভি পজিটিভ রিপোর্ট পাওয়ার ঘটনায় মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।” তিনি আরও লিখেছেন, “কোনও ডাক্তার দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”