Hamas-Israel War: হাসপাতালে বোমা হামলার প্রতিবাদ, ভারত থেকে আর যাবে না ইজরায়েলি বাহিনীর পোশাক
Hamas-Israel War: তবে তিনি এও জানিয়েছেন আন্তর্জাতিক চুক্তি অনুসারে আমরা পুরনো অর্ডারগুলি ডেলিভারি করা হবে। তবে আর নতুন করে কোনও অর্ডার নেওয়া হবে না। বলেন, "আমরা সবাইকে যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করছি। তবে আমাদের সিদ্ধান্তের কারণে ইজরায়েল বাহিনীর ইউনিফর্মের অভাব হবে না।”
কুন্নর: হামাস-ইজরায়েল যুদ্ধের আঁচ এবার ভারতেও। কেরল থেকে আর যাবে না ইজরায়েলি পুলিশের পোশাক। aryan Apparel Pvt Limited-এর নয়া সিদ্ধান্তে শোরগোল নানা মহলে। কেরলের কুন্নরে রয়েছে Maryan Apparel Pvt Limited-এর অফিস। এখান থেকেই চলে কাজকর্ম। কিন্তু, সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে আর ইজরায়েলে যাবে না সেখানকার পুলিশের পোশাক। আপাতত পোশাক পাঠানো বন্ধ থাকবে। জানিয়েছেন সংস্থার পরিচালকের ভূমিকায় থাকা থোমাস ওলিককাল। সম্প্রতি প্যালেস্তায়িনের হাসপাতালেও হামলা চালিয়েছে ইজরায়েল। সে কারণেই Maryan Apparel Pvt Limited এর এই প্রতিবাদ।
থোমাস ওলিককাল স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না যুদ্ধ থামছে আমরা ওদের আর কোনও পোশাক দেব না। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, “আমরা ২০১৫ সাল থেকে ইজরায়েল পুলিশের ইউনিফর্ম তৈরি করে আসছি। হামাসের হামলা, সাধারণ মানুষের হত্যা মেনে নেওয়া যায় না। একইভাবে ইজরায়েলের প্রতিশোধের পদ্ধতিও মেনে নেওয়া যায় না। ২৫ লাখেরও বেশি মানুষকে খাবার ও পানি থেকে বঞ্চিত করা, হাসপাতালে বোমা হামলা, নিরীহ মহিলা ও শিশুদের হত্যা মেনে নেওয়া যায় না। আমরা চাই যুদ্ধের অবসান হোক এবং শান্তি বজায় থাকুক।”
তবে তিনি এও জানিয়েছেন আন্তর্জাতিক চুক্তি অনুসারে আমরা পুরনো অর্ডারগুলি ডেলিভারি করা হবে। তবে আর নতুন করে কোনও অর্ডার নেওয়া হবে না। বলেন, “আমরা সবাইকে যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করছি। তবে আমাদের সিদ্ধান্তের কারণে ইজরায়েল বাহিনীর ইউনিফর্মের অভাব হবে না। এটা আদপে একটা নৈতিক সিদ্ধান্ত। হাসপাতালগুলিতে বোমাবর্ষণ মেনে নেওয়া যায় না… সে কারণেই আমরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আর নতুন করোনও অর্ডার নেব না।”