Couple Death: একঘরে রাত কাটান প্রেমিক-প্রেমিকা, পরের দিন যা ঘটল… চোখ কপালে হোটেলের কর্মীদের

Couple Death: ডিসিপি জানিয়েছেন, হোটেল কর্মীদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছিলেন যে মেয়েটি তাঁর প্রেমিকের সঙ্গে গিয়েছিল ওখানে। সেখান থেকে প্রেমিক পলাতক। পুলিশ সঙ্গে সঙ্গে প্রেমিক সম্পর্কে বিস্তারিত তথ্য বের করে।

Couple Death: একঘরে রাত কাটান প্রেমিক-প্রেমিকা, পরের দিন যা ঘটল... চোখ কপালে হোটেলের কর্মীদের
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jun 08, 2024 | 12:36 AM

লখনউ: হোটেলের ঘরে মিলল ২২ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ। আর তাঁর সঙ্গে তাঁর যে সঙ্গী ছিলেন, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের একটি হোটেলে। মৃত তরুণী বারাবাঙ্কির বাসিন্দা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হোটেলের কর্তারা জানিয়েছেন, তরুণীর সঙ্গে এক যুবকও ছিলেন। পুলিশ তাঁকে খুঁজতে গিয়ে দেখে বারাবাঙ্কির রেললাইনে পড়ে রয়েছে তাঁর দেহ। পুলিশের অনুমান আত্মহত্যা করেন তিনি।

বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখনউয়ের দেবা রোডে ধারে একটি গেস্ট হাউসে। পুলিশ জানিয়েছে, গত ৩০ মে ওই হোটেলে দুজন গিয়েছিলেন। হোটেলের একটি রুম বুক করেন তাঁরা। হোটেল মালিকরা দুজনকেই থাকার জন্য ১০৫ নম্বর রুম দেন। এদিকে গত ৪ জুন কোনও কাজে বাইরে যাওয়ার কথা বলে হোটেল থেকে বেরিয়ে যান যুবক। তারপর আর ফেরেননি।

পরের দিন, হোটেলের ঘর থেকে দুর্গন্ধ বেরতে শুরু করে। হোটেল কর্মীদের সন্দেহ হলে তাঁরা দরজায় টোকা দেন। কিন্তু কেউ দরজা খোলেনি। হোটেলের লোকজন এরপর দরজা ভেঙে দেয়। ভিতরে গিয়ে দৃশ্য দেখে সবাই হতবাক। লাশ পড়ে রয়েছে বিছানায়। হোটেলের মালিক সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় বারাবাঙ্কি পুলিশ।

ডিসিপি জানিয়েছেন, হোটেল কর্মীদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছিলেন যে মেয়েটি তাঁর প্রেমিকের সঙ্গে গিয়েছিল ওখানে। সেখান থেকে প্রেমিক পলাতক। পুলিশ সঙ্গে সঙ্গে প্রেমিক সম্পর্কে বিস্তারিত তথ্য বের করে। এরপর তাঁকে খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে যুবকও বারাবাঙ্কির বাসিন্দা। বারাবাঙ্কি পুলিশের কাছ থেকেও সাহায্য নেওয়া হয়।

এরপর বারাবাঙ্কি পুলিশ লখনউ পুলিশকে জানায় রেললাইনের উপর লাশ পড়ে থাকতে দেখা গিয়েছে। সেই দেহও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করবে পুলিশ।