Delhi Metro: হস্তমৈথুনের পর মেট্রোয় যুগলের চুম্বন, রেলের উত্তরে ক্ষুব্ধ নেটিজেনরা

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মেট্রোর কামরায় জড়াজড়ি করে বসে চুম্বন করছেন কমবয়সী এক যুগল। হুডা সিটি সেন্টার স্টেশনের ঘটনা বলে দাবি করা হয়েছে ওই পোস্টে। সেই পোস্টে উত্তর দেওয়া হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের টুইটার হ্যান্ডল থেকে।

Delhi Metro: হস্তমৈথুনের পর মেট্রোয় যুগলের চুম্বন, রেলের উত্তরে ক্ষুব্ধ নেটিজেনরা
দিল্লি মেট্রোয় চুম্বন
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 3:56 PM

নয়াদিল্লি: দিল্লি মেট্রোর অন্দর কিছু যাত্রী প্রকাশ্যে প্রেম বিনিময় নিয়ে উঠছে প্রশ্ন। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি এ রকম ঘটনা সামনে এসেছে। যা নিয়ে বিতর্ক ছড়িয়েছিল বিস্তর। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। কখনও দেখা গিয়েছে কোনও ব্যক্তি হস্তমৈথুন করছেন। তো কখনও কোনও যুগল ঘনিষ্ঠ ভাবে আলিঙ্গন করছেন। স্বল্পবসনা হয়ে সোশ্যাল মিডিয়া রিল বানানো নিয়েও বিতর্ক ছড়ায় বিস্তর। ঘটনার ঘনঘটায় পদক্ষেপ করতে বাধ্য হয় দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, মেট্রোর অন্দরে রিল বানানো বা অসংলগ্ন অবস্থায় দেখা গেলে মোটা টাকা জরিমানা সহ শাস্তি পেতে হতে পারে।

সম্প্রতি ফের এক যুগলকে দিল্লি মেট্রোর অন্দরে চুম্বন করতে দেখা গিয়েছে। সেই ঘটনার ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে প্রতিক্রিয়াও দিয়েছেন দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু রেল কর্তৃপক্ষের বক্তব্য কিছুটা হতাশ নেটিজেনদের একাংশ। সেই হতাশাও ব্যক্ত করেছেন তাঁরা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মেট্রোর কামরায় জড়াজড়ি করে বসে চুম্বন করছেন কমবয়সী এক যুগল। হুডা সিটি সেন্টার স্টেশনের ঘটনা বলে দাবি করা হয়েছে ওই পোস্টে। সেই পোস্টে উত্তর দেওয়া হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের টুইটার হ্যান্ডল থেকে। সেখানে জানানো হয়েছে, “এই ধরনের অসুবিধার জন্য দুঃখিত। হুডা সিটি সেন্টার স্টেশনে খোঁজ চালানো হয়েছে। কিন্তু এ রকম কোনও যাত্রীর খোঁজ মেলেনি।” এই উত্তরকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন কয়েক জন নেটিজেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, রেল কর্তৃপক্ষ নজরদারি না করলে এ রকম ঘটনা বন্ধ হবে না।