Ship Hijack VIDEO: কীভাবে হাইজ্যাক হওয়া জাহাজে উঠল MARCOS কমান্ডোরা, প্রকাশ্যে ভিডিয়ো

Ship Hijack: ভারতীয় যাত্রী সহ ওই জাহাজটি লাইবেরিয়ার পতাকা নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে অপহরণ করা হয় ‘এমভি লিলা নরফক’ জাহাজকে।

Ship Hijack VIDEO: কীভাবে হাইজ্যাক হওয়া জাহাজে উঠল MARCOS কমান্ডোরা, প্রকাশ্যে ভিডিয়ো
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 9:53 AM

নয়া দিল্লি: শুক্রবার দিনভর আরব সাগরে ছিল টানটান উত্তেজনা। ১৫ জন ভারতীয় সহ জাহাজ হাইজ্যাক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের উদ্ধার করা হয়। নৌবাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত MARCOS কমান্ডোরা গিয়েছিলেন সেই উদ্ধারকাজে। কীভাবে তাঁরা জাহাজে উঠে ভারতীয়দের উদ্ধার করলেন, সেই ভিডিয়ো প্রকাশ করেছে নৌসেনা। ‘এমভি লীলা নরফক’ জাহাজে উদ্ধারকাজ চালানো হয় সোমালিয়া উপকূলের কাছে।

নৌবাহিনীর তরফে যুদ্ধজাহাজ, এয়ারক্রাফ্ট, হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়েছিল। জাহাজ থেকে হাইজ্যাকের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই সব ব্যবস্থা করে ফেলা হয়েছিল। মোট ২১ জন ছিলেন ওই জাহাজে। তাঁরা জানিয়েছিলেন, ৫-৬ জন অপরিচিত লোক জাহাজে উঠেছেন।

পরে নৌসেনার কমান্ডো বাহিনী উদ্ধারকাজ শেষ করার পর জানায়, জাহাজে আর কোনও অপরিচিত ব্যক্তির উপস্থিতি নেই। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কীভাবে একের পর এক কমান্ডো জাহাজে উঠছেন, তারপর কীভাবে হাইজ্যাকারদের খোঁজার চেষ্টা করছেন।

ভারতীয় যাত্রী সহ ওই জাহাজটি লাইবেরিয়ার পতাকা নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে অপহরণ করা হয় ‘এমভি লিলা নরফক’ জাহাজকে।