Ram Mandir: কী পরবেন, কী পরবেন না, রাম মন্দিরে প্রবেশের নিয়মগুলি…
Ram Mandir: মন্দিরের গেট দিয়ে যাঁরা প্রবেশ করবেন, তাঁরা সঙ্গে কী বহন করতে পারবেন, সেই সব নির্দেশিকা তৈরি করা হয়েছে। অতিথিরা আমন্ত্রণ পত্র নিয়ে তবেই প্রবেশ করতে পারবেন ভিতরে। সব নিয়ম মেনেই প্রবেশ করতে হবে ২২ জানুয়ারি। থাকবে কড়া নিরাপত্তা। ইতিমধ্যেই সব প্রস্তুতি সেরে ফেলেছে
অযোধ্যা: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে পুরোদমে চলছে প্রস্তুতি। কাদের আমন্ত্রণ করা হবে, সেই তালিকা তৈরি হয়েছে আগেই। উদ্বোধনের দিন নিরাপত্তা বজায় রাখতে কী কী করা হবে, তা নিয়েও তৎপর প্রশাসন। পুরো অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যায়, তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে উত্তর প্রদেশ সরকারের তরফে। কারা ওই দিন মন্দিরের গেট দিয়ে প্রবেশ করবেন, তাঁরা সঙ্গে কী বহন করতে পারবেন, সেই সব নির্দেশিকা তৈরি করা হয়েছে। অতিথিরা আমন্ত্রণ পত্র নিয়ে তবেই প্রবেশ করতে পারবেন ভিতরে।
বিমানবন্দরের থেকেও কড়া নিরাপত্তা থাকবে রাম মন্দিরে
যে সব জিনিস নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না, সেগুলি হল- মোবাইল, ওয়ালেট, ইয়ারফোন, রিমোট চালিত চাবি, বড় ছাতা, কম্বল, ব্যাগ, পুজোর সরঞ্জাম।
কী কী নিয়ম মানতে হবে মন্দিরে প্রবেশ করতে গেলে?
১. সকাল ১১ টার মধ্যে রাম মন্দিরে প্রবেশ করতে হবে অতিথিদের।
২. অতিথি তালিকায় নাম নেই, এমন কোনও সাধু-সন্ত প্রবেশ করতে পারবেন না।
৩. অতিথিরা কোনও পরিচারক বা সাহায্যকারীকে নিয়ে প্রবেশ করতে পারবেন না, তাঁদের একাই যেতে হবে মন্দির চত্বরে।
৪. যদি কোনও সাধু-সন্ত রামলাল্লাকে দর্শন করতে চান, তাহলে তাঁরা প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরই প্রবেশ করতে পারবেন।
৫. সাবেকি পোশাক পরতে হবে অতিথিদের। পুরুষেরা পরতে পারবেন ধুতি, গামছা, কুর্তা-পাজামা। মহিলারা পরতে পারবেন শাড়ি অথবা সালোয়ার। তবে রাম মন্দির ট্রাস্টের তরফে কোনও পোশাক বিধি দেওয়া হয়নি।