Narayana Murthy-Sudha Murthy: মাত্র ৮০০ টাকা খরচে বিয়ে করেছিলেন নারায়ণ মূর্তি, ৪০০ টাকা দিয়েছিলেন ‘পাত্রী’ সুধা
Narayan Murthy-Sudha Murthy: সাক্ষাৎকারে সুধা মূর্তি জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্য সংখ্যা অনেক। সব মিলিয়ে তাঁর তুতো ভাই-বোনের সংখ্যাই ৭৫। তিনি মজা করে বলেছেন, সবার তো ফ্যামিলি ট্রি থাকে, আমার পরিবার যেন অরণ্য। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি খুবই সতর্ক ছিলেন বলে উল্লেখ করেছেন।
নয়া দিল্লি: ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি ও স্ত্রী সুধা মূর্তি সাম্প্রতিককালে তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন বহুবার। কীভাবে বছরের পর বছর সম্পর্ক অটুট রেখে চলেছেন তাঁরা, সেই গল্পও বলেছেন অনেকবার। এবার প্রকাশ্যে আনলেন তাঁদের বিয়ের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে মূর্তি দম্পতি জানিয়েছেন, বিয়ের জন্য তাঁরা মাত্র ৮০০ টাকা খরচ করেছিলেন। কোনও বড় অনুষ্ঠান করেননি। খুবই সাধারণভাবে বিয়ে সেরেছিলেন তাঁরা। শুধু তাই নয়, ওই যে ৮০০ টাকা খরচ হয়েছিল, তার মধ্যে সুধা মূর্তিই দিয়েছিলেন ৪০০ টাকা। অর্থাৎ বিয়ের খরচও ভাগাভাগি করে নিয়েছিলেন তাঁরা।
সাক্ষাৎকারে সুধা মূর্তি জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্য সংখ্যা অনেক। সব মিলিয়ে তাঁর তুতো ভাই-বোনের সংখ্যাই ৭৫। তিনি মজা করে বলেছেন, সবার তো ফ্যামিলি ট্রি থাকে, আমার পরিবার যেন অরণ্য। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি খুবই সতর্ক ছিলেন বলে উল্লেখ করেছেন।
ইনফোসিস কর্তার স্ত্রী সুধা মূর্তি যে কতটা সাধারণ জীবন যাপনে বিশ্বাসী, সে কথা আগেও বলেছেন। বিয়ের ক্ষেত্রেও তাই তার ব্যতিক্রম হয়নি। ১৯৭৮ সালে নারায়ণ মূর্তির সঙ্গে বিয়ে হয় তাঁর। একেবারে আড়ম্বর ছাড়াই বিয়ে করেন তাঁরা। অর্ধেক খরচ দেন সুধা মূর্তি নিজে। তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের ৬ সদস্য উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এছাড়া ছিলেন নারায়ণ মূর্তির পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।
সুধা মূর্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি শাড়ি নেবেন নাকি মঙ্গলসূত্র। ৩০০ টাকা দামের মঙ্গলসূত্রই বেছে নিয়েছিলেন তিনি। বাড়ির কাছে রাঘবেন্দ্র স্বামী মন্দিরে গিয়ে মাত্র আধ ঘণ্টায় বিয়ে পর্ব সম্পন্ন করেছিলেন তাঁরা।