PM Modi Guard: চিলের মতো নজর, শত্রু দেখলেই ‘খতম’! মাসে কত টাকা বেতন পান মোদীর ‘প্রাণ রক্ষীরা’?
PM Modi Guard: কারা এরা? সাধারণের কাছে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী। কিন্তু, এদের রয়েছে বিশেষ নাম। সেনার পরিভাষায় এই নিরাপত্তারক্ষীদের বলা হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা বিশেষ নিরাপত্তা প্রদানকারী দল। এদের কাজ একটাই, দেশের প্রধানমন্ত্রীকে যে কোনও পরিস্থিতিতে নিরাপদ রাখা।
নয়াদিল্লি: পরনে কালো পোশাক। চোখে কালো চশমা। চিলের মতো নজর। মুখে একটা গুরু গম্ভীর ভাব। আচ্ছাদনের মতো সর্বক্ষণ মোদীকে ঘিরে রেখেছে তারা। প্রজাতন্ত্র দিবসের দিনেও মোদীর আশে-পাশে চলতে দেখা যায় তাদের। শুধুই প্রজাতন্ত্র নয়, সর্বক্ষণ প্রধানমন্ত্রীকে ঘিরে থাকেন তারা। কারোর কারোর হাতে আবার থাকে কালো স্য়ুটকেস।
কারা এরা? সাধারণের কাছে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী। কিন্তু, এদের রয়েছে বিশেষ নাম। সেনার পরিভাষায় এই নিরাপত্তারক্ষীদের বলা হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা বিশেষ নিরাপত্তা প্রদানকারী দল। এদের কাজ একটাই, দেশের প্রধানমন্ত্রীকে যে কোনও পরিস্থিতিতে নিরাপদ রাখা।
কীভাবে হতে পারবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী?
যে কেউ কিন্তু এই বিশেষ নিরাপত্তা প্রদানকারী দলে নিজের নাম লেখাতে পারেন না। অনেকটা পথ পেরিয়ে, কঠিন পরিশ্রমের মাধ্যমে এই দলের সদস্য হওয়া সম্ভব হয়।
প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী হতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই যে কোনও কেন্দ্রীয় বাহিনীর সদস্য হতে হবে। যেমন, বিএসএফ, আরপিএফ, সিআইএসএফ কিংবা নৌসেনা, বায়ুসেনা ইত্যাদি। সেই পদে কয়েক বছর কাজ করার পর SPG কমান্ডর পদের জন্য আবেদন জানাতে হবে তাকে। এরপর শুরু হবে কঠিন পরীক্ষা। সেই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই SPG কমান্ডর পদ মিলবে। কিন্তু তারপরেও যে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী হতে পারবেন এমনটা নয়। বরং তার জন্য বেশ কয়েক বছর কাজ করতে হবে, সেই গ্রুপের সঙ্গে।
কত মাইনে পান প্রধানমন্ত্রীর রক্ষীরা?
প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী তারা। সুতরাং, অন্যান্য সেনাদের তুলনায় তারা যে একটু আলাদা সেটা নিয়ে কোনও সন্দেহই নেই। তাদের কাঁধে অন্যদের তুলনায় একটু বাড়তি দায়িত্ব। ফলত, তাদের মাসিক বেতনও যে একটু বাড়তিই হবে এতে কোনও সন্দেহ নেই। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাসে কমপক্ষে ৮৪ হাজার টাকা আড়াই লক্ষ টাকা বেতন পান এই নিরাপত্তারক্ষীরা।