স্বাধীনতা সংগ্রামীর বাড়ির নীচে মিলল ‘সোনা’র ভাণ্ডার! সাড়ে ৬ একর জমির নীচে কী আছে জানেন?
Oil Reserve: বাড়িতেই পড়েছিল কোটি টাকার সম্পত্তি। ঘুণাক্ষরেও টের পাননি কেউ। জানা গিয়েছে, যদি এই খনন সফল হয়, তবে আশেপাশের জমিও খনন করা হবে।

লখনউ: বাড়িতেই পড়েছিল কোটি টাকার সম্পত্তি। ঘুণাক্ষরেও টের পাননি কেউ। মাটি খুঁড়তেই বেরিয়ে এল তেল। বিপুল পরিমাণ ক্রুড বা অপরিশোধিত তেলের ভাণ্ডারের হদিস মিলল। খবর পেতেই ছুটে এল ওএনজিসি। লিজ নিয়ে নিল জমি।
উত্তর প্রদেশের বালিয়া জেলায় সাগরপলি গ্রামে মিলল অপরিশোধিত তেলের ভাণ্ডার। বিগত তিন মাস ধরে গঙ্গার উপকূলে সমীক্ষা চালাচ্ছিল ওএনজিসি। সেখানেই হঠাৎ তেলের খোঁজ মিলল। তাও আবার এক স্বাধীনতা সংগ্রামীর বাড়ির নীচে।
বালিয়ার বাসিন্দা চিত্তু পাণ্ডে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাঁর জমিতেই ৩০০০ মিটার নীচে অপরিশোধিত তেলের ভাণ্ডারের খোঁজ মিলেছে। ওএনজিসি পাণ্ডে পরিবারের কাছ থেকে তাদের সাড়ে ৬ একর জমি আগামী ৩ বছরের জন্য লিজ নিয়েছে। এর বদলে পাণ্ডে পরিবারকে বার্ষিক ১০ লক্ষ টাকা দেবে ওএনজিসি।
बलिया तो बलिया ही है! बलिया आत्मनिर्भरता का महल खड़ा कर सकता! कच्चे तेल का भंडार बलिया में मिला है, आयात पर निर्भरता में कमी आयेगी! कच्चे तेल और गैस का यह अकूत भंडार बलिया के सागर पाली गांव से प्रयागराज के फाफामऊ तक फैला है,जो कि 300 किमी का क्षेत्र है।इस भंडरा के मिलने से भारत न… pic.twitter.com/CnkZp5zEoR
— Dr Preeti Prakash(मोदी का परिवार) (@PreetiPrakash17) March 25, 2025
ওএনজিসির আধিকারিকরা জানিয়েছেন, তেলের ভাণ্ডারের খোঁজ মিলেছে। ৩০০০ মিটার নীচে খনন করা হবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। এপ্রিলের শেষভাগের মধ্যে খননকাজ শেষ হয়ে যাবে। জানা গিয়েছে, ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে তেলের খনির হদিস মিলেছে। বালিয়ার সাগরপলি থেকে প্রয়াগরাজের ফাফামউ পর্যন্ত এই তেলের খনির বিস্তার।
জানা গিয়েছে, যদি এই খনন সফল হয়, তবে আশেপাশের জমিও খনন করা হবে। যদি তেল পাওয়া যায়, তবে পাশের জমিগুলি আরও চড়া দামে লিজ নেবে ওএনজিসি।
প্রসঙ্গত, ২০২১ সালের তথ্য অনুযায়ী, ভারতে মোট ৫৮৭.৩৩৫ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে। এর মধ্যে বৃহত্তম তেলের খনি দেশের পশ্চিমাঞ্চলে রয়েছে। এরপর অসম ও গুজরাটে তেলের ভাণ্ডার রয়েছে। ওএনজিসি-ই মূলত তেলের খোঁজ ও উত্তোলনের দায়িত্বে থাকে।





