Illegal Liquor business: বেআইনি মদ ব্যবসার ‘কিংপিন’ IAS অফিসার, ইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য
এই দুর্নীতির অভিযুক্ত 'কিংপিন' অনিল তুজেতা ২০০৩ সালের ব্যাচের আইএএস অফিসার। বর্তমানে তিনি এই রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের যুগ্ম সচিব।
রায়পুর: সর্ষের মধ্যেই ভূত! বেআইনি মদ ব্যবসার (Illegal Liquor business) ‘কিংপিন’ হলেন ছত্তীসগঢ়ের (Chattisgarh) এক IAS অফিসার। শুনতে অবাক লাগলেও ED-র তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, বেআইনি মদ ব্যবসার টাকা নির্বাচনে ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ। সম্প্রতি ED-র তদন্তে এই তথ্য উঠে এসেছে।
ইডি সূত্রে খবর, ছত্তীসগঢ়ের অবৈধ মদ ব্যবসায় অভিযুক্ত ‘কিংপিন’ হিসাবে নাম উঠে এসেছে আইএএস অফিসার অনিল তুজেতা। এছাড়া ওই অবৈধ মদ ব্যবসার প্রধান ব্যবসায়ী হলেন আনোয়ার ধেবার। ইডি-র তদন্তে জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যে মোট মদ বিক্রির প্রায় ৩০-৪০ শতাংশ হিসাববহির্ভূত অবৈধ মদ হিসাবে বিক্রি হয়েছে।
শনিবার রায়পুরের স্পেশাল কোর্টে মদ ব্যবসায়ী আনোয়ার ধেবারকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি। আবেদনে ইডি জানিয়েছে, সরকারি আধিকারিক, সাধারণ ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃত্বদের সমন্বয়ে একটি সিন্ডিকেট দ্বারা ছত্তীসগঢ়ের মদ ব্যবসার বিশাল দুর্নীতি হয়েছে এবং ২ হাজার কোটির বেশি টাকার দুর্নীতি হয়েছে।
প্রসঙ্গত, ছত্তীসগঢ়ের এই মদ দুর্নীতিতে অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার ধেবার রায়পুরের মেয়র তথা কংগ্রেস নেতা আইজাজ ধেবারের দাদা। এই দুর্নীতির অভিযুক্ত ‘কিংপিন’ অনিল তুজেতা ২০০৩ সালের ব্যাচের আইএএস অফিসার। বর্তমানে তিনি রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের যুগ্ম সচিব। শনিবারই আনোয়ার ধেবারকে গ্রেফতার করেছে ইডি। অর্থ তছরুপ আইনের ধারায় তাঁকে ৪ দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত।
গত বছর দিল্লির আয়কর দফতর অনিল তুজেতা সহ আনোয়ার ধেবার সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তুজেতা, আনোয়ার ধেবার সহ এই মামলায় অন্য অভিযুক্তরা আয়কর, আবগারি সহ সরকারি কোনও কর দেননি বলেও অভিযোগ।