ICSE, ISC বোর্ডের ফলাফল ঘোষণা হবে আগামিকাল
চলতি মাসের মধ্যেই আইসিএসই, আইএসসি বোর্ডের ফলাফল ঘোষণার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। করোনার জেরে গত এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।
নয়া দিল্লি: আইসিএসই, আইএসসি বোর্ডের ফলাফল ঘোষণা হতে চলেছে। আগামীকাল শনিবার প্রকাশিত হবে ফলাফল। বিকেল ৩টায় ঘোষণা হবে ফলাফল। ফল ঘোষণার পর results.cisce.org এই ওয়েবসাইটে দেখা যাবে।
চলতি মাসের মধ্যেই আইসিএসই, আইএসসি বোর্ডের ফলাফল ঘোষণার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। করোনার জেরে গত এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এবার পরীক্ষা বাতিল হয়েছে। ২৪ জুলাই প্রকাশিত হতে চলেছে। অপেক্ষায় রয়েছে বহু পড়ুয়া।
গত দু’বছর ধরে বাতিল হয়ে গিয়েছে আইসিএসই, আইএসসি বোর্ডের পরীক্ষা। ২০২০ সালে এবং ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা দিতে পারেনি পড়ুয়ারা। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তি করে এবার নম্বর দেওয়া হবে।
কিছুদিন আগেই আইসিএসই, আইএসসি বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রকাশ পেয়েছে। সেখানেও ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তি করে এবার নম্বর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা।
আরও পড়ুন: ৪০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত, লাগাতার বৃষ্টিতে রায়গঢ়ে নামল ভূমিধস, মৃত কমপক্ষে ৩৬