ভারতে করোনায় মৃত্যু সংখ্যা ৩ লক্ষের বেশি, চাঞ্চল্যকর রিপোর্ট

আমেরিকা ও ব্রাজিলের (Brazi) পরেই ভারত বিশ্বে তৃতীয়, মৃত্যু সংখ্যা ৩ লক্ষের বেশি

ভারতে করোনায় মৃত্যু সংখ্যা ৩ লক্ষের বেশি, চাঞ্চল্যকর রিপোর্ট
Follow Us:
| Updated on: May 24, 2021 | 12:05 AM

করোনায় বেসামাল ভারত (India)। মৃতের সংখ্যা ৩ লক্ষ (3 Lakh) পেরিয়ে গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত ভয়ানক পরিস্থিতি দেশের। এক রিপোর্ট অনুযায়ী এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ভারতের। যদিও সম্প্রতি সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমেছে। তবে পরিস্থিতি এখনও হাতের আয়ত্তে আসেনি। জানা যাচ্ছে এমন অবস্থা ভারতের কাটিয়ে উঠতে আনুমানিক আড়াই বছর সময় লাগবে।

দেশে অক্সিজেনের ঘটতি। ভ্যাকসিনের অভাব। হাসপাতালে বেড না পেয়ে চিকিৎসার অভাবেও অনেকে মারা গিয়েছেন। এমনকি নদীতে মৃতদেহ ভাসার ছবিও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মৃত্যু সংখ্যার নিরিখে আমেরিকা ও ব্রাজিলের পরেই ভারত বিশ্বে তৃতীয়। রবিবার রাত ৮টা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩,২,৭৪৪ জন। এই রিপোর্ট পাওয়ার পরেই আতঙ্কগ্রস্ত ভারতবাসী।

বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে মানুষকে সচেতন হতে বলা হয়েছে। একাধিক জায়গায় জারি হয়েছে লকডাউন। লকডাউনের সুফলও পাওয়া গিয়েছে। গত কয়েক দিন ধরে কিছুটা কমেছে মৃত্যু। সংক্রমণের সংখ্যাও আগের থেকে কমেছে। ইতিমধ্যেই ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন চালু হয়েছে। পাশাপাশি চলছে ৪৫ এর ঊর্ধ্বে ভ্যাকসিন। এ পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ৫,৮৯,৭০৩ জনের এবং ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪,৪৮,২০৮ জন।