Monkeypox in India: চতুর্থ ঢেউ-এর আবহে ভারতে এবার মাঙ্কিপক্স! কেরলে খোঁজ মিলল প্রথম আক্রান্তের
Monkeypox in India: ভারতে ঢুকে পড়ল মাঙ্কিপক্স! বৃহস্পতিবার (১৪ জুলাই) কেরলে, সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরা এক ৩৫ বছর বয়সী ব্যক্তির দেহে মিলল মাঙ্কিপক্স ভাইরাস।
তিরুঅনন্তপূরম: ভারতে ঢুকে পড়ল মাঙ্কিপক্স! বৃহস্পতিবার (১৪ জুলাই) ভারতের প্রথম মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা নিশ্চিত করল কেরল। আক্রান্ত ব্যক্তির বয়সী ৩৫ বছর। মাত্র দুই দিন আগে তিনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। এদিন সকালেই জানা গিয়েছিল, ওই ব্যক্তির দেহে মাঙ্কিপক্স সংক্রমণের উপসর্গ দেখা যাচ্ছে। সূত্রের খবর, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রেখেছে সরকার। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, ‘একটি মাঙ্কি পক্স পজিটিভ কেস রিপোর্ট করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। তিনি ১২ জুলাই রাজ্যে পৌঁছন। ত্রিবান্দ্রম বিমানবন্দরে এসেছিলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইসিএমআর জারি করা নির্দেশিকা অনুসারে সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।’
এদিন সকালেই বীনা জর্জ জানিয়েছিলেন, ওই ব্যক্তি মাঙ্কিপক্স আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। তাঁর শরীরে মাঙ্কিপক্স সংক্রমণের বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। রাজ্যের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছিলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুনের ‘ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউটে’ পাঠানো হয়েছে। বীনা জর্জ আরো জানিয়েছিলেন, ওই ব্যক্তি আমিরশাহিতে এক মাঙ্কিপক্স সংক্রামিতের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন। তবে, মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই বলে দাবি করেছিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চিন্তা করার বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং রোগী অবস্থা স্থিতিশীল রয়েছে।’
সূত্রের খবর, আক্রান্ত ব্যক্তি কেরলের কোল্লাম জেলার বাসিন্দা। আপাতত তিনি আপাতত তিরুঅনন্তপুরম মেডিকেল কলেজে ভর্তি আছেন। তাঁর চিকিৎসা চলছে। গত ১২ জুলাই ত্রিবান্দ্রম বিমানবন্দর হয়ে তিনি কেরলে প্রবেশ করেন। গত দুই দিনে, বাবা-মা-সহ যাঁরা তাঁর ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই তালিকায় এক অটোচালক এবং ট্যাক্সিচালকও আছেন। যে উড়ানে তিনি আমিরশাহি থেকে কেরলে ফিরেছেন, তার ১১ জন যাত্রীকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, কেন্দ্রের পক্ষ থেকে মাঙ্কিপক্স প্রাদুর্ভাবের তদন্তে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা চালু করার জন্য কেরল সরকারকে সহায়তা করা হবে। এর জন্য রাজ্য়ে একটি বহু-শৃঙ্খলা কেন্দ্রীয় দল মোতায়েন করা হচ্ছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছ, ‘কেরলের কোল্লাম জেলা থেকে মাঙ্কিপক্স রোগের একটি ঘটনা নিশ্চিত হওয়ায় পর, এই প্রাদুর্ভাবের তদন্তে কেরল রাজ্য সরকারকে সহায়তা করার জন্য একটি বহু-শৃঙ্খলা কেন্দ্রীয় দলকে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মাঙ্কিপক্সের উপসর্গ হয় স্মলপক্স বা গুটিবসন্তের উপসর্গের মতোই। তবে, গুটি বসন্তের থেকে এই রোগের প্রভাব অনেকটাই মৃদু। মাঙ্কিপক্স সংক্রমণে মৃত্যুর হারও খুব কম। এর উপসর্গদের মধ্যে রয়েছে জ্বর, গায়ে ফোসকা ওঠা। ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে, সংক্রামক ফুসকুড়িগুলির মাধ্যমে বা শারীরিক তরলের মাধ্যমে এই ভাইরাসটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়তে পারে।