COVID-19 Update: ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৩৮, একদিনেই সাড়ে ৩ হাজার বাড়ল দৈনিক সংক্রমণও

COVID-19 Update: এক ধাক্কায় অনেকটাই বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। দেশে একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এরমধ্যে মহারাষ্ট্রে ৬ জন, দিল্লিতে ৫ জন, ছত্তীসগঢ়ে ৪ জন, কর্নাটকের ৩ জন, রাজস্থানের ২ জন মারা গিয়েছেন।

COVID-19 Update: ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৩৮, একদিনেই সাড়ে ৩ হাজার বাড়ল দৈনিক সংক্রমণও
দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 11:15 AM

নয়া দিল্লি: নতুন সপ্তাহ শুরু হতেই ফের একবার ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ(COVID-19)। ১০ হাজারের গণ্ডিতেই আটকে দেশের দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজারের গণ্ডিতে ছিল, আজ তা ফের একধাক্কায় বেড়ে সাড়ে ১০ হাজারে বেড়ে দাঁড়িয়েছে। তবে দিন দিন চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যু হার (COVID Death Rate)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪২ জন। একদিনেই করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫৬২-তে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেখানে মঙ্গলবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৩৩ ছিল, সেখানেই গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪২ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫৬২-এ। দেশে মোট আক্রান্তের ০.১৪ শতাংশই সক্রিয় রোগী।

এক ধাক্কায় অনেকটাই বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। দেশে একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এরমধ্যে মহারাষ্ট্রে ৬ জন, দিল্লিতে ৫ জন, ছত্তীসগঢ়ে ৪ জন, কর্নাটকের ৩ জন, রাজস্থানের ২ জন মারা গিয়েছেন। পুদুচেরী, পঞ্জাব, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও কেরলেও একজন করে করোনায় মৃত্যু হয়েছে। কেরলে ১১ জনের মৃত্যুর পুরনো নথিও এদিনের করোনায় মৃতের তথ্যে যোগ করা হয়েছে।

বর্তমানে দেশে সংক্রমণের হার বেড়েল দাঁড়িয়েছে ৪.৩৯ শতাংশে। করোনায় মৃত্যু হারও সামান্য বেড়ে ১.১৮ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে,  দেশে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশে পৌঁছেছে।