MP Train Accident: সাতসকালে মুখোমুখি সংঘর্ষ দুই ট্রেনের, ইঞ্জিন উল্টে ধরল আগুন, আটকে রেলকর্মীরা
Goods Train Collision: সিংপুর রেলওয়ে স্টেশনের কাছে বুধবার সকালে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের। দুর্ঘটনায় দুটি মালগাড়ির চালকই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুইজন রেলকর্মীও আটকে পড়েছেন ইঞ্জিনের ভিতরে।
ভোপাল: সাতসকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হল দুটি মালগাড়ির (Goods Train Accident)। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে দুটি ট্রেনের ইঞ্জিনই উল্টে যায় এবং তাতে আগুন (Fire) ধরে যায়। দুর্ঘটনাটি ঘটেছে মধ্য় প্রদেশের (Madhya Pradesh) শাহদোল জেলায়। সিংপুর রেলওয়ে স্টেশনের কাছে বুধবার সকালে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের। দুর্ঘটনায় একজন মালগাড়ির চালক মারা গিয়েছেন, অপরজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুইজন রেলকর্মীও আটকে পড়েছেন ইঞ্জিনের ভিতরে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। দুর্ঘটনার জেরে বিলাসপুর-কাটনি রুটে (Bilaspur-Katni Route) রেল চলাচল ব্যহত হয়েছে।
রেল দুর্ঘটনার যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে
- জানা গিয়েছে, বুৃধবার সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ মধ্য় প্রদেশের শাহদোলের দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের বিলাসপুর জোনে সিংপুর রেলওয়ে স্টেশনে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির।
- সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উল্টে যায় দুটি মালগাড়ির ইঞ্জিনই। একটি মালগাড়ির তিনটি বগিও উল্টে গিয়েছে।
- সংঘর্ষের পরই দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়।
- দুর্ঘটনায় একটি মালগাড়ির লোকো পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত অপর মালগাড়ির চালকও। দুইজন রেলকর্মীও দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির ভিতরে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।
- দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিকরা। ইতিমধ্যেই আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু হয়েছে।
- দুর্ঘটনার জেরে বিলাসপুর-কাটনি রেল রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে।
- ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তে অনুমান, লাইনের সিগন্যালিংয়ে ভুল হওয়ার কারণেই এক লাইনে চলে আসে দুটি মালগাড়ি। দুটি ট্রেনেরই গতি বেশি থাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
-
Shahdol, MP | Two goods trains collided with each other near Singhpur railway station. The engines of the trains caught fire after the collision. The drivers have been injured, and two railway workers feared trapped. Rescue operation underway. All trains on the Bilaspur-Katni… pic.twitter.com/sRtId1iVsa
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 19, 2023