India’s Daily COVID-19 Cases: ৫০ হাজারের গণ্ডিতে নামল দৈনিক সংক্রমণ, স্বস্তি মিলছে সংক্রমণের হারেও

India's Daily COVID-19 Cases: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় ১৩ শতাংশ কম।

India's Daily COVID-19 Cases: ৫০ হাজারের গণ্ডিতে নামল দৈনিক সংক্রমণ, স্বস্তি মিলছে সংক্রমণের হারেও
ধীরে ধীরে কমছে ওমিক্রনের দাপট। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 12:06 PM

নয়া দিল্লি: দেশে আরও কমল করোনা সংক্রমণ (COVID-19)। এবার ৫০ হাজারের গণ্ডিতে নেমে এল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় ১৩ শতাংশ কম। বর্তমানে দেশে সংক্রমণের হার(Positivity Rate)-ও সামান্য় কমে ৩.৪৮ শতাংশে নেমে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগী(Active Cases)-র সংখ্যা ৬ লক্ষ ১০ হাজার ৪৪৩।

একদিনেই মৃত ৮০৪:

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও ফের কিছুটা বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন, এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪কোটি ২৫ লক্ষ ৮৬ হাজার ৫৪৪-এ। অন্যদিকে, একদিনেই করোনা সংক্রমণে ৮০৪ জনের মৃত্যু হওয়ায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭ হাজার ৯৮১-তে। তবে এরমধ্যে কেরলের ২৫১টি পুরনো মৃত্যুর সংখ্যাও যোগ করা হয়েছে।

কমছে সংক্রমণের হার:

দৈনিক আক্রান্তের সংখ্যা কমার সঙ্গে সঙ্গে কমছে সংক্রমণের হারও। বর্তমানে দেশে সংক্রমণের হার ৩.৪৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৫.০৭ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ১০ হাজার ৪৪৩। দেশের মোট আক্রান্তের সংখ্যার ১.৪৩ শতাংশ সক্রিয় রোগী।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৬ হাজার ৯৬২ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। দেশে এখনও অবধি মোট ১৭২.২৯ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

রাজ্যভিত্তিক সংক্রমণ:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের পাঁচটি রাজ্য থেকেই মোট আক্রান্তের ৬০ শতাংশেরও বেশি খোঁজ মিলছে। এরমধ্যে শীর্ষে রয়েছে কেরল, সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১২ জন। এরপরেই রয়েছে মহারাষ্ট্র, সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৫৫ জন।

কর্নাটকেও বিগত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৬ জন, তামিলনাড়ুতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৬। রাজস্থানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯০। এই পাঁচ রাজ্য থেকেই গত ২৪ ঘণ্টায় ৬২.৩৩ শতাংশ আক্রান্তের খোঁজ মিলেছে। দেশের মোট আক্রান্তের সংখ্যার মধ্যে কেরল থেকে আক্রান্তের হারই ৩১.৭৭ শতাংশ।

অন্যদিকে, দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নীচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৭ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। বর্তমানে রাজ্যে সংক্রমণের হার ১,৭৩ শতাংশ।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা