India-Canada Relation: কানাডার নাগরিকদের ফের ভিসা দিতে চলেছে ভারত, কারা পাবেন?
Visa: হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরে। তারপর গত ২১ সেপ্টেম্বর আচমকা জানা যায়, কানাডার নাগরিকদের আর ভারতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রক্রিয়াগত কারণে আপাতত কানাডার নাগরিকদের ভিসি দেওয়া যাবে না বলে এক বেসরকারি সংস্থার ওয়েবসাইটে জানানো হয়।
নয়া দিল্লি: গলছে বরফ! কানাডার নাগরিকদের পুনরায় ভিসা (Visa) দেওয়া শুরু করছে ভারত (India)। প্রায় একমাস বন্ধ থাকার পর আগামী ২৬ অক্টোবর, বৃহস্পতিবার থেকেই ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত। বুধবার হাই কমিশনের তরফে খবরটি জানানো হয়েছে। তবে সকলকে নয়, নির্দিষ্ট কয়েকটি ক্যাটেগরিতেই ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে হাই কমিশন জানিয়েছে।
এদিন কানাডার ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত চারটি ক্ষেত্রে ভিসার অনুমতি দেওয়া হবে। এগুলি হল- এন্ট্রি ভিসা, বিজনেজ ভিসা, মেডিক্যাল ভিসা এবং কনফারেন্স ভিসা।
ভারত-কানাডা কূটনৈতিক সমতা ফেরানোর জন্য রবিবার আহ্বান জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তবে কানাডিয়ান কূটনীতিকরা নয়া দিল্লির বিষয়ে হস্তক্ষেপ করছেন বলে উদ্বেগ প্রকাশও করেন তিনি। এই পরিস্থিতিতে আংশিকভাবে বিশেষ চারটি ক্ষেত্রে কানাডিয়ানদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিল নয়া দিল্লি।
প্রসঙ্গত, হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরে। তারপর গত ২১ সেপ্টেম্বর আচমকা জানা যায়, কানাডার নাগরিকদের আর ভারতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রক্রিয়াগত কারণে আপাতত কানাডার নাগরিকদের ভিসি দেওয়া যাবে না বলে এক বেসরকারি সংস্থার ওয়েবসাইটে জানানো হয়। অন্যদিকে, কানাডায় ভারতীয় কূচনীতিকদের উপস্থিতি কমিয়ে দেওয়ার কথাও জানায় ভারত। এর মধ্যে গত সপ্তাহে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় জাস্টিন ট্রুডোর সরকার।