PM Narendra Modi: ভারতে সাম্প্রদায়িকতার কোনও জায়গা থাকবে না: নরেন্দ্র মোদী

ভারতের প্রতি বিশ্বের মনোভাবের প্রসঙ্গে তিনি বলেছেন, “দীর্ঘদিন ধরে বিশ্ব ভারতকে দেখে এসেছে ১০০ কোটি ক্ষুধার্ত পেট হিসাবে। এখন ভারতকে দেখে ১০০ কোটির উচ্চাকাঙ্খী মন এবং ২০০ কোটি দক্ষ হাত হিসাবে।”

PM Narendra Modi: ভারতে সাম্প্রদায়িকতার কোনও জায়গা থাকবে না: নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 6:20 PM

নয়াদিল্লি: উন্নত দেশ হিসাবে ১০০তম স্বাধীনতা দিবসের উদযাপন করবে ভারতবর্ষ। সেখানে দুর্নীতি, জাতিভেদ, সাম্প্রদায়িকতার কোনও জায়গা থাকবে না। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি বলেছেন, “২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশ হবে। জাতীয় জীবনে দুর্নীতি, জাতিভেদ ও সাম্প্রদায়িকতার কোনও জায়গা থাকবে না।

ওই সাক্ষাৎকারে জি২০ সম্মেলনের (G20 Summit) প্রসঙ্গও উঠেছিল প্রধানমন্ত্রীর কথায়। সারা বিশ্ব ভারতের পথপ্রদর্শনের দিকে তাকিয়ে। এ বিষয়ে মোদী বলেছেন, “আমাদের কথা ও লক্ষ্য সারা বিশ্ব দেখছে ভবিষ্যতের পথপ্রদর্শন হিসাবে। বিশ্বের জিডিপি কেন্দ্রিক চিন্তাভাবনা মানবকেন্দ্রিক চিন্তাভাবনায় বদলাচ্ছে। এই রূপান্তরে অনুঘটকের কাজ করছে ভারত।” ভারতের প্রতি বিশ্বের মনোভাবের প্রসঙ্গে তিনি বলেছেন, “দীর্ঘদিন ধরে বিশ্ব ভারতকে দেখে এসেছে ১০০ কোটি ক্ষুধার্ত পেট হিসাবে। এখন ভারতকে দেখে ১০০ কোটির উচ্চাকাঙ্খী মন এবং ২০০ কোটি দক্ষ হাত হিসাবে।” আগামী কয়েক দশকে ভারতবাসী জনসংখ্যার লাভ নিতে সক্ষম হবে বলেও মনে করেন মোদী। ভারত যে শুধু মাত্র বড় বাজার নয়, সে কথাও মনে করিয়েছেন মোদী। বলেছেন, “আগে ভারতকে কেবলমাত্র বড় একটি বাজার হিসাবে দেখা হত। এখন ভারত বিশ্বের সমস্যার সমাধান।”

এই সাক্ষাৎকারে বিরোধীদের আক্রমণও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কটাক্ষ, অতীতের সরকার নয়াদিল্লির বাইরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠক করতে ভয় পেত। কিন্তু তাঁর আমলে সেই পরিস্থিতি বদলের কথা উল্লেখ করেছেন তিনি। এ নিয়ে জি ২০ সম্মেলনের প্রসঙ্গও উত্থাপন করেছেন তিনি। কাশ্মীর ও অরুণাচল প্রদেশে জি২০ সম্মেলনের বৈঠক আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ও চিন। তারও জবাব এ দিন দিয়েছেন মোদী। জি২০ প্রেসিডেন্সি গোটা বিশ্বের তথাকথিত তৃতীয় বিশ্বের আত্মবিশ্বাস দেখিয়ে দিয়েছে বলেও মনে করেন মোদী। তৃতীয় বিশ্বের দেশগুলিই আগামী দিনে বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানের পথ দেখাবে বলেও মত তাঁর। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের প্রসঙ্গও উঠেছিল এই সাক্ষাৎকারে। এ প্রসঙ্গে মোদী আরও একবার জানিয়েছেন, আলোচনায় যে কোনও দ্বন্দ্ব মেটানোর একমাত্র পথ।