Indian Railways: গরমের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে যাবেন? ২১৭ টি বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল
Indian Railways: গ্রীষ্মকালে যাত্রীদের সংখ্যা বাড়ে। তাই ভিড় নিয়ন্ত্রণে ২১৭ টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেলওয়ে।
নয়া দিল্লি: এপ্রিলের গরমেই নাভিঃশ্বাস উঠেছে মানুষের। তীব্র দাবদাহে পুড়ছে দেশের এক প্রান্ত। বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। আর এই গ্রীষ্মে ভারতীয় রেল যাত্রীদের কথা মাথায় রেখে ২১৭ টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। মঙ্গলবার রেল মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
যাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে এবং রেলপথে সারা দেশের প্রধান গন্তব্যগুলিকে সংযুক্ত করার জন্যই ভারতীয় রেলের তরফে এই পদক্ষেপ নেওয়া হল। ২১৭ টি বিশেষ ট্রেনের মধ্যে রেলওয়ের দক্ষিণ-পশ্চিম শাখায় ৬৯ টি এবং দক্ষিণ-মধ্য শাখায় ৪৮ টি বিশেষ ট্রেন চলবে। যেখানে ভারতীয় রেলের পশ্চিম শাখার তরফে বিবৃতিতে জানানো হয়েছে সেই শাখায় ৪০ টি বিশেষ ট্রেন চলাচল শুরু হবে। এবং রেলের দক্ষিণ শাখায় চলবে ২০ টি বিশেষ ট্রেন।
রেলের পূর্ব-মধ্য ও মধ্য শাখায় ১০ টি করে বিশেষ ট্রেন এবং ভারতীয় রেলের উত্তর-পশ্চিম শাখায় ১৬ টি বিশেষ ট্রেন চলাচল শুরু হবে এই গ্রীষ্মকালে। উল্লেখ্য, এই সময় সাধারণত রেলযাত্রীদের মধ্যে ভিড় বাড়ে। তাই ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করল রেলওয়ে। এর ফলে যাত্রীদের ট্রেনে যাতায়াতও আরামদায়ক হবে।