Modi on stock market: ৪ জুন রেকর্ড ভাঙবে স্টক মার্কেট, ক্লান্ত হয়ে পড়বেন…: মোদী
Modi on stock market: ৪ জুন রেকর্ড ভাঙতে চলেছে ভারতীয় স্টক মার্কেট, এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আরও দাবি, নির্বাচনের পর শেয়ার বাজার এমন উচ্চতায় পৌঁছবে যে, অংশগ্রহণকারীরাও ক্লান্ত হয়ে পড়বেন।
নয়া দিল্লি: ৪ জুনের পরে নতুন রেকর্ড গড়বে ভারতীয় স্টক মার্কেট (এনএসই এবং বিএসই)। নির্বাচনের পরে শেয়ার বাজার এমন এক উচ্চতায় পৌঁছে যাবে যে বাজারের অংশগ্রহণকারীরা ক্লান্ত হয়ে পড়বে। এনডিটিভি-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে, এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মতে, নির্বাচনের সপ্তাহে বা লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের সপ্তাহে বাজারের পারফরম্যান্সই বলে দেবে, কারা ক্ষমতায় আসছে। মোদী বলেন, “আপনারা দেখবেন, ৪ জুন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর, এক সপ্তাহের মধ্যে বাজারের অংশগ্রহণকারীরা ক্লান্ত হয়ে পড়বে।”
মোদি আরও জানান, তাঁদের সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল তখন সেনসেক্স ছিল ২৫,০০০-এ। সেখান থেকে বর্তমানে সেনসেক্স ৭৫,০০০ পয়েন্টে রয়েছে। তিনি বলেন, “আমরা ২৫,০০০ থেকে আমাদের যাত্রা শুরু করে ৭৫,০০০-এ পৌঁছেছি। এতে গোটা বিশ্বে আমাদের গর্ব বেড়েছে। যত বেশি সাধারণ মানুষ শেয়ার বাজারে অংশ নেবে, অর্থনীতি তত শক্তিশালী হবে। আমি চাই নাগরিকদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়ুক।”
পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলির উদাহরণ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পিএসইউগুলি দেখুন। শেয়ার বাজারের তাদের মূল্যায়ন বাড়ছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স এর দিকে দেখুন। বর্তমানে এই সংস্থা এক দুর্দান্ত দৌড় লাগিয়েছে। এর স্টক লাভের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যে, দালাল স্ট্রিট আরও কিছুটা আশ্বস্ত হবে বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহের শুরুতে ঝিমিয়ে ছিল বাজার। ভোটারদের কম উপস্থিতি দেখে বিনিয়োগকারীদের অনুমান করেছিলেন, বিজেপি সম্ভবত প্রত্যাশার থেকে কম আসন জিতবে। সেই সময়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষস্থানীয় বিজেপি নেতা অমিত শাহ দাবি করেছিলেন ৪ জুনের পর বাজারের হাল ফিরবে। বিনিয়োগকারীদের বরং, এই বেলা শেয়ার কিনে রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি। অমিত শাহ বলেছিলেন, “স্টক মার্কেটে এর থেকেও বড় পতন দেখা গিয়েছে। একে নির্বাচনের সঙ্গে যুক্ত করা ঠিক নয়। যাই হোক, গুজব রটছে। আপনারা ৪ জুনের আগে শেয়ার কিনে রাখতে পারেন। কারণ, তারপর বাজারের দর বেড়ে যাবে।”