Ukraine-Russia: ‘দেশে ফিরে যাও’, ইউক্রেনীয়দের ক্ষোভের মুখে চরম আতঙ্কে ভারতীয় ছাত্রছাত্রীরা

Indians face anger in Ukraine: চলতি বছরের জানুয়ারি থেকে কোর্স শেষ করতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ফিরে গিয়েছেন প্রায় ৩,৪০০ শিক্ষার্থী। কিন্তু, তাঁদের দুর্দশা যেন ঘোঁচবার নয়। মাস দুয়েক ধরে ইউক্রেনের স্থানীয় বাসিন্দাদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে সেই দেশে বসবাসকারী ভারতীয় শিক্ষার্থীদের। শুনতে হচ্ছে 'গো ব্যাক' স্লোগান।

Ukraine-Russia: 'দেশে ফিরে যাও', ইউক্রেনীয়দের ক্ষোভের মুখে চরম আতঙ্কে ভারতীয় ছাত্রছাত্রীরা
গত অগাস্টে জাতীয় মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন ইউক্রেনের বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত শিক্ষার্থীরাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 6:11 PM

কিয়েভ: ২০২২-এর ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করেছিল রুশ সেনা। যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পরই, ইউক্রেন থেকে প্রায় ১৮,০০০ ভারতীয় ছাত্রছাত্রীকে দেশে ফিরিয়ে এনেছিল ভাপরত সরকার। এই শিক্ষার্থীরা আশা করেছিলেন, দেশের কিংবা অন্য কোনও দেশের শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের পড়াশোনা শেষ করার অনুমতি দেওয়া হবে। কিন্তু, কার্যক্ষেত্রে তা ঘটেনি। এক প্রকার বাধ্য হয়েই, চলতি বছরের জানুয়ারি থেকে কোর্স শেষ করতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ফিরে গিয়েছেন প্রায় ৩,৪০০ শিক্ষার্থী। কিন্তু, তাঁদের দুর্দশা যেন ঘোঁচবার নয়। মাস দুয়েক ধরে ইউক্রেনের স্থানীয় বাসিন্দাদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে সেই দেশে বসবাসকারী ভারতীয় শিক্ষার্থীদের। শুনতে হচ্ছে ‘গো ব্যাক’ স্লোগান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে, ইউরোপ-আমেরিকা-সহ বিশ্বের অধিকাংশ দেশই রাশিয়াকে বয়কট করার রাস্তায় হেঁটেছে। ভারত অবশ্য নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এই অবস্থায় ভারত, মস্কোকে সমর্থন করছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তার জেরেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছ ভারতীয় ছাত্রছাত্রীদের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুন থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ওই সময় থেকেই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে কিয়েভ। তারপর থেকে ভারতীয় শিক্ষার্থীদের প্রতি স্থানীয় স্তরে উষ্মা ক্রমে বাড়ছে। তার আগেও ইউক্রেনে ভারত-বিরোধী মনোভাব ছিল না, তা নয়। তবে, গত কয়েক সপ্তাহে এই প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। এই অবস্থায়, ইউক্রেনে বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রীরা নিয়মিত চিঠি লিখছেন কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকারকে। অবিলম্বে অন্য কোনও দেশের বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের অনুমতি চাইছেন তাঁরা। তবে, এখনও পর্যন্ত তাঁদের আবেদনে কাজের কাজ কিছু হয়নি। কোনও আশার আলো দেখতে পাচ্ছেন না তাঁরা।

ইউক্রেনে বসবাসকারী এক ছাত্র জানিয়েছেন, এই বিষয়ে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে জাতীয় মেডিক্যাল কাউন্সিলের নির্দেশিকা। এই নির্দেশিকা অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরের পর যে সকল ভারতীয় শিক্ষার্থী, বিদেশে পড়াশোনা করতে গিয়েছেন, তাঁরা আর বিশ্ববিদ্যালয় বদল করতে পারবেন না। এই কারণেই বহু শিক্ষার্থী, প্রাণের ঝুঁকি নিয়ে ইউক্রেনে ফির এসেছেন। কিন্তু, যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে, ততই স্থানীয় স্তরে ভারতবিরোধী মনোভাব বাড়ছে। ভারতীয় শিক্ষার্থীদের সরাসরি বলা হচ্ছে, ‘তোমরা ভারতীয়রা রাশিয়ার ভাল বন্ধু। তোমরা এখান থেকে চলে যাও। দেশে ফিরে যাও।’ শুধু তাই নয়, এক প্রকার সামাজিক বয়কটের মুখে পড়ত হচ্ছে ভারতীয়দের। বহু ইউক্রেনীয় দোকানীই ভারতীয়দের পণ্য বিক্রি করতে চাইছেন না বলে, অভিযোগ করেছেন ভারতীয় শিক্ষার্থীরা। কোনও পরিষেবা নিতে গেলে, ইউক্রেনীয়রা অভদ্র ব্যবহার করছেন ভারতীয়দের সঙ্গে।

এই অবস্থায়, আতঙ্ক সবসময়ের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের। একদিকে স্থানীয়দের মধ্যে ভারত সম্পর্কে নেতিবাচক মনোভাব ক্রমে বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলেও অনেক সময় খাবার-জল দেওয়া হচ্ছে না ভারতীয়দের। তার উপর কখন রুশ বোমা পড়ে, সেই ভয়ও রয়েছে। দেশে তাঁদের আত্মীয়স্বজনও সবসময় দুশ্চিন্তায় আছেন। রুশ বোমা হামলার সতর্কতায় এত ঘন ঘন সাইরেন বাজছে, যে, এই পরিবেশে পড়াশোনা করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। এই অবস্থায়, শুধু তাঁদের অন্য কোনও দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হোক, এটাই চাইছেন তাঁরা। তার জন্য বাড়তি খরচও তারা নিজেরাই বহন করতে রাজি।