IndiGo Flights: মাঝ আকাশেই হঠাৎ অসুস্থ যাত্রী, রেঙ্গুনে জরুরি অবতরণেও হল না শেষ রক্ষা

IndiGo Flights: মাঝ আকাশেই হঠাৎ অসুস্থ যাত্রী। মুম্বইয়ের পরিবর্তে মায়ানমারের রেঙ্গুনে অবতরণ করানো হল ইন্ডিগোর বিমান।

IndiGo Flights: মাঝ আকাশেই হঠাৎ অসুস্থ যাত্রী, রেঙ্গুনে জরুরি অবতরণেও হল না শেষ রক্ষা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 6:55 AM

মুম্বই: ব্যাঙ্কক থেকে মুম্বই (Mumbai) আসছিল ইন্ডিগোর (IndiGo) একটি বিমান। তবে মাঝ আকাশেই জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। বিমান যখন মাঝ আকাশে, তখনি অসুস্থ বোধ করেন এক যাত্রী। কোনও দেরি না করে বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয় চট জলদি। মুম্বই বিমনা বন্দরের পরিবর্তে মায়ানমারের রেঙ্গুনে বিমানের জরুরি অবতরণ করানো হয়। তবে গন্থব্যস্থল পাল্টেও শেষ রক্ষা আর হল না। রেঙ্গুনের বিমান বন্দরের ডাক্তাররা জানান, যাত্রীর মৃত্যু হয়েছে। গত রবিবার ইন্ডিগোর মুম্বইগামী একটি বিমানে এই ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে জানিয়েছে এয়ারলাইন্স সংস্থা।

বিবৃতিতে জানানো হয়েছে, ইন্ডিগো বিমান 6E-57 ব্যাঙ্কক থেকে মুম্বই আসছিল। তবে মেডিক্যাল এমার্জেন্সির কারণে তা রেঙ্গুনে অবতরণ করানো হয়। অবতরণের সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের মেডিক্যাল টিম তাঁর পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। তবে সেই যাত্রীর মৃত্যু হয়। তাছাড়া যাত্রীর পরিচয় সম্বন্ধে কিছু জানায়নি ইন্ডিগো।

এই নিয়ে ইন্ডিগোর বিমানে তৃতীয়বারের মতো মেডিক্যাল এমার্জেন্সির কারণে জরুরি অবতরণের ঘটনা ঘটল। এর আগেও দুইবার ইন্ডিগোর বিমানে সফরকালে মাঝ আকাশেই এক যাত্রী অসুস্থ হয়ে যান। তাঁকেও পরবর্তীকালে মৃত বলে ঘোষণা করা হয়। এই মাসেরই ঘটনা। গত ১৭ মার্চ পুনেগামী রাঁচির বিমান মেডিক্যাল এমার্জেন্সির কারণে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তারপরই সেই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তার আগে গত ১৩ মার্চ এক যাত্রীর অসুস্থতার কারণে দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগোর বিমানকে পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। তবে অবতরণের পর সেই যাত্রীকেও মৃত বলে ঘোষণা করা হয়।