Indian Railway Record: বন্দে ভারত থেকে অমৃত ভারত, এক বছরে কোচ তৈরির সর্বকালীন রেকর্ড ছুঁল রেল
Indian Railway: মূলত নাসিক ও রায়বরেলিতে রয়েছে কোচ তৈরির ফ্যাক্টরিগুলি। অধিক সংখ্যায় কোচ তৈরি করতে পরিকাঠামোও উন্নত করা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী কয়েক বছর ধরে ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা। তারই প্রস্তুতি চলছে পুরোদমে।
নয়া দিল্লি: একের পর এক ইতিহাস গড়ছে ভারতীয় রেল। বন্দে ভারত থেকে অমৃত ভারত, একের পর এক ট্রেনের চাকা গড়াচ্ছে রেল লাইনে। এবার আরও এক রেকর্ড গড়ল রেল। এক বছরে তৈরি হল ২৮২৯টি কোচ। শুধুমাত্র ইন্টিগ্রাল কোচ ফ্য়াক্টরিতেই (ICF) ২০২৩-২৪ অর্থবর্ষে এতগুলি ট্রেনের কোচ তৈরি হচ্ছে। গত বছর এই সংখ্যাটা ছিল ২৭০২। এখনও পর্যন্ত এক বছরে তৈরি হওয়া কোচের সংখ্যা এই বছরেই সবথেকে বেশি। এগুলি সবই ডিপিআরএস কোচ বলে জানা গিয়েছে।
ডিস্ট্রিবিউটেড পাওয়ার রোলিং স্টক কোচকে বলা হয় ডিপিআরএস। এর মধ্যে রয়েছে বন্দে ভারতের কোচও। শুধুমাত্র কোচ নির্মাণেই নয়, বিভিন্ন ক্ষেত্রে মাইলস্টোন ছুঁয়ে চলেছে রেল।
মূলত নাসিক ও রায়বরেলিতে রয়েছে কোচ তৈরির ফ্যাক্টরিগুলি। অধিক সংখ্যায় কোচ তৈরি করতে পরিকাঠামোও উন্নত করা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী কয়েক বছর ধরে ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা। তারই প্রস্তুতি চলছে পুরোদমে।
কী কী তৈরি করেছে আইসিএফ?
বন্দে ভারত এক্সপ্রেস: ৫১টি বন্দে ভারত এক্সপ্রেসের রেক তৈরি করেছে আইসিএফ।
অমৃত ভারত এক্সপ্রেস: ২২টি করে কোচের ২ টি রেক তৈরি করেছে আইসিএফ। সেই সব কোচে থাকছে খাবারের টেবিল, মোবাইল হোল্ডার, লাগেজ র্যাক ও চার্জিং পয়েন্ট ইত্যাদি।
ইন্সপেকশন কার: রেলের সুরক্ষার জন্য যে ইন্সপেকশন কার থাকে সেগুলি তৈরি করা হচ্ছে এই কারখানায়। এমন ১৯টি গাড়ি তৈরি করা হয়েছে।