Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukesh Ambani-Waqf Property: অ্যান্টিলিয়া নাকি ওয়াকফ সম্পত্তি! রাতারাতি ঘরছাড়া হতে হবে অম্বানীদের?

Antilia: মুম্বইয়ে প্য়ারেড রোডে অবস্থিত অ্যান্টিলিয়া। ২০০২ সালে দেশ তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানী সাড়ে ৪ লক্ষ বর্গফুটের প্লটটি কিনেছিলেন ২১ কোটি টাকায়। সমস্যাটা হল, দাবি করা হচ্ছে, অ্যান্টিলিয়া নাকি ওয়াকফ জমির উপরে!

Mukesh Ambani-Waqf Property: অ্যান্টিলিয়া নাকি ওয়াকফ সম্পত্তি! রাতারাতি ঘরছাড়া হতে হবে অম্বানীদের?
অ্যান্টিলিয়া কি ওয়াকফ সম্পত্তি?Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Apr 06, 2025 | 1:48 PM

মুম্বই: চারিদিকে চর্চা ওয়াকফ। ইতিমধ্য়েই ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। ওয়াকফ নিয়ে তুঙ্গে তর্ক-বিতর্ক। এর মাঝেই হঠাৎ চর্চায় মুকেশ অম্বানী। তাঁর সঙ্গে ওয়াকফ আইনের কী যোগ? আসলে তাঁর মাথার উপরে ছাদ নিয়েই টানাটানি শুরু হয়েছে। দাবি অম্বানীর ১৫ হাজার কোটি টাকা খরচে তৈরি অ্যান্টিলিয়া নাকি ওয়াকফ সম্পত্তি! তবে কি বাড়ি ছাড়তে হবে অম্বানী পরিবারকে?

মুম্বইয়ে প্য়ারেড রোডে অবস্থিত অ্যান্টিলিয়া। ২০০২ সালে দেশ তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানী সাড়ে ৪ লক্ষ বর্গফুটের প্লটটি কিনেছিলেন ২১ কোটি টাকায়। সমস্যাটা হল, দাবি করা হচ্ছে, অ্যান্টিলিয়া নাকি ওয়াকফ জমির উপরে!

তবে সত্য়িই কি ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি অ্যান্টিলিয়া? ২০০৫ সালে এই বিষয়ে আদালতেরও দ্বারস্থ হয় মহারাষ্ট্র ওয়াকফ বোর্ড। তৎকালীন চেয়ারম্যান ও সিইও-র নাম জড়ায়। মহারাষ্ট্র বিধানসভাতেও বিষয়টি ওঠে। দাবি করা হয়, ১৯৮৬ সালে করিম ভাই ইব্রাহিম নামক এক ব্যক্তি ধর্মীয় শিক্ষা এবং এতিমখানা নির্মাণের জন্য ওয়াকফ বোর্ডকে জমি দিয়েছিলেন। পরে ওয়াকফ বোর্ড ওই জমি অম্বানীর কাছে বিক্রি করে দেয়।

ওয়াকফের নিয়ম অনুযায়ী, দান করা সম্পত্তি ব্যক্তিগত ব্যবহার করা যায় না কিংবা বিক্রি করা যায় না। মামলাটি দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন।