ISRO GSLV-F12: ইতিহাস গড়ল ISRO, সফলভাবে উৎক্ষেপণ পরবর্তী প্রজন্মের স্যাটেলাইটের
ISRO Satellite Launch: আজ, সোমবার অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটের সাহায্যে পরবর্তী প্রজন্মের নেভিগেশনাল স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হয়।
শ্রীহরিকোটা: ইসরোর (ISRO) মুকুটে আরও একটি সাফল্যের পালক। সফলভাবে উৎক্ষেপণ করা হল নেক্সট জেনারেশন নেভিগেশনাল স্যাটেলাইট (Next Generation Navigation Satellite)। এই স্যাটেলাইট রিয়েল টাইম পজিশনিং ও সময় সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। আজ, সোমবার অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটের (GSLV Rocket) সাহায্যে পরবর্তী প্রজন্মের নেভিগেশনাল স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ২০ মিনিট বাদে রকেটটি সফলভাবে স্যাটেলাইটটিকে ভূপৃষ্ঠ থেকে ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করে।
উপগ্রহ উৎক্ষেপণের পরই ইসরোর তরফে বলা হয়, “এবার আাদের কাছে আরও বড় মাপের উপগ্রহ উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে।”
#WATCH | Indian Space Research Organisation (ISRO), launches its advanced navigation satellite GSLV-F12 and NVS-01 from Sriharikota.
(Video: ISRO) pic.twitter.com/2ylZ8giW8U
— ANI (@ANI) May 29, 2023
ভারতীয় নক্ষত্রের নেভিগেশনের জন্য স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম রয়েছে ইসরোর, যা অনেকটা জিপিএসের মতোই কাজ করে। ভারত ও তার আশেপাশের ১৫০০ কিলোমিটার অঞ্চলের সঠিক ও রিয়েল টাইম নেভিগেশন করে স্যাটেলাইট। সময়ের এই সঠিক সময়ের হিসাবকেই আরও নিখুঁত করে তুলতে দ্বিতীয় প্রজন্মের নেভিগেশনাল স্যাটেলাইট সিরিজ উৎক্ষেপণ করছে ইসরো।
#WATCH | Indian Space Research Organisation’s advanced navigation satellite GSLV-F12 and NVS-01 successfully completed their mission.
(Video source: ISRO) pic.twitter.com/Tqxsc8YTln
— ANI (@ANI) May 29, 2023